Abhishek Banerjee: 'নরেন্দ্র মোদী যাঁকে প্রণাম করে, তাঁর দাম জিজ্ঞাসা করছ'! অভিজিৎকে বিঁধলেন অভিষেক...

ভোটের প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চাঁচাছোলায় ভাষায় আক্রমণ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ। হলদিয়ায় এক সভায় তিনি বলেন, 'রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়? মমতা ব্য়ানার্জি তুমি কত টাকায় বিক্রি হও'? কবে? বুধবার। তমলুকের বিজেপি প্রার্থীক শোকজ করেছে নির্বাচন কমিশন।

Updated By: May 17, 2024, 09:22 PM IST
Abhishek Banerjee:  'নরেন্দ্র মোদী যাঁকে প্রণাম করে, তাঁর দাম জিজ্ঞাসা করছ'! অভিজিৎকে বিঁধলেন অভিষেক...

প্রবীর চক্রবর্তী: মমতায় বেলাগাম! 'তুমি যাঁর টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে', অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Dev-Hiran: চাকরির জন্য ৯ লাখ! ভাইরাল দেবের কল রেকর্ড, বিস্ফোরক হিরণ

আদালত ছেড়ে এবার জনতার দরবারে। লোকসভা ভোটে তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সেই তমলুকেই রোড-শো শেষে অভিষেক বলেন, 'তমলুকের প্রার্থী দাম জিজ্ঞাসা করছে! আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বলতে এসেছি'! এরপর হাতে দেখিয়ে পাল্টা কটাক্ষ, 'তুমি যাঁর টিকি ধরে রাজনীতি কর, সে মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে, আর তুমি মমতা বন্দ্য়োপাধ্যায়ের দাম জিজ্ঞেস করছ।  বাংলার দশকোটি মানুষের দাম। সতীশ সামন্ত, বিপ্লবী মাটির দাম..'

আরও পড়ুন: Maldah: টোটোতে ফাস্ট ফুডের দোকান! অভিনব এই ভাবনা নজর কাড়ছে সকলের...

ঘটনাটি ঠিক কী? ভোটের প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চাঁচাছোলায় ভাষায় আক্রমণ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ। হলদিয়ায় এক সভায় তিনি বলেন, 'রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়? মমতা ব্য়ানার্জি তুমি কত টাকায় বিক্রি হও'? কবে? বুধবার।

বসিরহাট কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী এই রেখা পাত্র। সন্দেশখালিকাণ্ডে নাম জড়িয়েছেন তাঁর। কীভাবে? বেশ কয়েকটি গোপন ভিডিয়ো প্রকাশ্যে চলে এসেছে। ভিডিয়োগুলি সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। একটি ভিডিয়ো একজনকে বলতে শোনা গিয়েছে, '২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ এনেছেন রেখা'! রেখার প্রসঙ্গ টেনেই মুখ্য়মন্ত্রীকে নিশানা করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ। 

আজ, বৃহস্পতিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ করেছে কমিশন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.