থ্রি চিয়ার্স ফর ড্রিংকিং

ওয়েব ডেস্ক: মদ্যপান স্বআস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই ভালো লোকেরা মদ খায় না। মদ খাওয়ার কপিরাইট শুধু 'দেবদাস'-এর আছে। ছোট বেলা থেকে আমাদের এমনটাই শেখানো হয়। তাই মদ খাওয়াকে কেউ ভালো চোখে দেখে না। কিন্তু মদ্যপানের বিরোধী শিবিরকে জবাব দেওয়ার একটা মোক্ষম অস্ত্র এবার হাতে এসেছে। কারোলিনসকা ইনস্টিটিউটের প্রফেসরের স্টাডি বলে দিয়ছে মদ খাওয়া ভালো কাজ। সপ্তাহে ৩ থেকে ৫ বার মদ্যপান 'হেলদি হ্যাবিট'। হুইস্কি হোক বা ওয়াইন, অয়ালকোহল হার্টফেলকে ৩৩ শতাংশ কম করে। হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও কম করে ২৮ শতাংশ। তাই মদ খাওয়ায় আর কোনও বাধা নেই। সপ্তাহে কয়েকবার সুরাপানে মন্দ কিছু নেই।

English Title: 
Drinking is a healthy Habit
News Source: 
Home Title: 

থ্রি চিয়ার্স ফর ড্রিংকিং

থ্রি চিয়ার্স ফর ড্রিংকিং
Yes
Is Blog?: 
No