হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণেই ঝাড়গ্রামে মৃত্যু পর্যটকের

নিজস্ব প্রতিবেদন: হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণেই ঝাড়গ্রামের জঙ্গলে মৃত্যু ঘটল কলকাতার এক পর্যটকের। স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিস। হাতির হামলায় পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

আজ, সোমবার বিকেলে হাতির হামলার এই  ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার লোধাশুলির কেঁউদিশোল জঙ্গলে। মৃত ব্যক্তির নাম দানিশ আগরওয়াল (৪০)। তিনি কলকাতার রিপন স্ট্রিটের বাসিন্দা বলে জানা যায়।

আরও পড়ুন: চিকিৎসায় 'বেনিয়ম', ডেথ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন; বালিতে বন্ধ লাইফকেয়ার নার্সিংহোম

দানিশেরা তিন বন্ধু মিলে ঝাড়গ্রামে বেড়াতে এসেছেন। সোমবার বিকেলে তিন বন্ধুই ওই এলাকায় হাতি দেখতে গিয়েছিলেন। কেঁউদিশোল জঙ্গলে ৮-১০টি দাঁতাল রয়েছে। তিন বন্ধু জঙ্গলে ঢুকে হাতি দেখছিলেন। সেই সময় হাতির দল তাঁদের তাড়া করে। দুই বন্ধু ছুটে পালাতে পারলেও দানিশ হাতির সামনে পড়ে যান। হাতি তাঁকে শুঁড় দিয়ে জড়িয়ে মাটিতে আছড়ে ফেলে পরে পা দিয়ে মুখ থেঁতলে জঙ্গলে ঢুকে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখান। হাতির হামলার ঘটনা নতুন নয় এখানে। প্রায় প্রতিদিনই ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা ঘটে। সেই সঙ্গে ঘটে প্রাণহানির ঘটনাও। তা সত্ত্বেও বনদপ্তর এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিস বাহিনী। পুলিস মৃতদেহ উদ্ধার করতে গ্রামবাসীদের বাধার সম্মুখীন হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! পূর্ব মেদিনীপুরে গ্রেফতার 'ভুয়ো' সাংবাদিক

English Title: 
death of a tourist in jhargram at the time of elephant watching
News Source: 
Home Title: 

হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণেই ঝাড়গ্রামে মৃত্যু পর্যটকের 

হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণেই ঝাড়গ্রামে মৃত্যু পর্যটকের
Yes
Is Blog?: 
No
Section: