অ্যাপেল আইফোন ৬ কিনুন মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায়!

ওয়েব ডেস্ক: অ্যাপেলের আইফোন কেনার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই হয়। কিন্তু আইফোনের দাম যেহেতু অনেকটাই বেশি, তাই তা প্রত্যেকের সামর্থ হয়ে ওঠে না। কিন্তু তা বলে মাত্র ৯ হাজার ৯৯০ টাকায়! এত কমে আইফোন পেতে পারেন, এমন কথা কখনও স্বপ্নেও নিশ্চয়ই ভাবেননি? কিন্তু এবার আপনার সেই না দেখা স্বপ্ন সত্যি হতে চলেছে। আপনার ভাগ্য যদি ভালো হয়, তাহলে আপনার পকেটেও থাকতে পারে ১৬ জিবি, গ্রে রঙের আইফোন। তাও মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায়!

আরও পড়ুন ৩১ মার্চের পর কী করবেন জিও গ্রাহকেরা? অবশ্যই জানুন

বিশ্বাস হচ্ছে না তো? ফ্লিপকার্ট দিচ্ছে এমন চমকদার অফার। এই অফারেই আপনি মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন অ্যাপেল আইফোন ৬। কিন্তু কীভাবে সম্ভব এটা? কীভাবে এত কম দামে পাবেন আপনি?

আরও পড়ুন কিডনিতে পাথর হওয়ার কারণগুলো জেনে নিন

ফ্লিপকার্টে অ্যাপেল আইফোন ৬-র দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। আপনি ১৬ হাজার ৯৯৯ টাকাতেও পেতে পারেন। কিন্তু কীভাবে? কীভাবে ২০ হাজার টাকা কমে পাবেন জানেন? এক্সচেঞ্জ স্কিমে। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ ক্রেডিট কার্ড ব্যবহার করেও ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পেতে পারেন। তাই যদি আকর্ষণীয় কম দামে অ্যাপেলের আইফোন পেতে চান, তাহলে দেরি না করে এখনই ফ্লিপকার্টের অফারে চোখ রাখুন।

English Title: 
BUY APPLE IPHONE 6 FOR JUST RS 9990!
News Source: 
Home Title: 

অ্যাপেল আইফোন ৬ কিনুন মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায়!

অ্যাপেল আইফোন ৬ কিনুন মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায়!
Yes
Is Blog?: 
No