হলদিয়া গেলেন হামলায় উদ্বিগ্ন দীপা

হলদিয়ায় রাজনৈতিক সংঘর্ষের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করলেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। রাজনৈতিক সংঘর্ষে আহত কলকাতার হাসপাতালে ভর্তি হলদিয়ার দুই কংগ্রেস কর্মীকে শুক্রবার দেখতে যান তিনি। তাঁর অভিযোগ হলদিয়ায় যা হচ্ছে তা গণতন্ত্রের লজ্জা।
পুরভোট যত এগিয়ে আসছে, ততই অশান্ত হয়ে উঠেছে শিল্পনগরী হলদিয়া। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বামপ্রার্থীরা। ভাঙচুর হয়েছে দলীয় কার্যালয়ে। কংগ্রেসের ওপরেও একের পর এক আক্রমণের ঘটনা ঘটছে। বৃহস্পতিবারও আক্রান্ত হন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। রাতেই তাঁদের ভর্তি করা হয়েছে কলকাতার হাসপাতালে।
কংগ্রেস কর্মীদের ওপর এই আক্রমণের খবর পেয়েই কলকাতার দুটি হাসপাতালে তাঁদের দেখতে যান দলীয় সাংসদ দীপা দাশমুন্সি। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হাতে যেভাবে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন তা ভয়ঙ্কর। হাসপাতাল থেকে হলদিয়া যান দীপা দাশমুন্সি। সঙ্গে রয়েছেন প্রদীপ ঘোষ, শিবাজি সিংহ রায়, পার্থ ভৌমিক সহ প্রদেশ কংগ্রেসের কয়েকজন নেতা।

English Title: 
deepa haldia
Home Title: 

হলদিয়া গেলেন হামলায় উদ্বিগ্ন দীপা

No
5829
Is Blog?: 
No
Section: