লাল ল্যাটেক্স পোশাক

লাল ল্যাটেক্স পোশাকে নেট পাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।

হট ছবি

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই সেই হট ছবি ছেড়েছেন অভিনেত্রী।

সিজনস গ্রিটিংস

ছবি পোস্ট করে জাহ্নবী তাতে লেখেন, ‘সিজনস গ্রিটিংস’।

কফি উইথ করণ

নতুন বছরের শুরুতেই জাহ্নবী এবং তাঁর বোন খুশিকে দেখতে পাওয়া যাবে ‘কফি উইথ করণ’-এর নতুন এপিসোডে।

বয়ফ্রেন্ড

সেখানেই তাঁর মুখে শোনা গেছে তাঁর বয়ফ্রেন্ড শিখড় পাহাড়ির কথা।

ভালোবাসার ডাক

ভালোবেসে জাহ্নবী নাকি তাঁকে শিখু বলে ডাকেন, একথা নিজেই স্বীকার কড়েছেন তিনি।

ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস

করণের শো-তে কথায় কথায় খুশি জানান তাঁদের পরিবার নিয়ে যদি কোনও রিয়ালিটি শো হয়, তার নাম হবে ‘ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস’।

মজার ছলে

সেই কথা শুনেই করণ জোহার মজার ছলে বলে ওঠেন, ‘সস্তার কার্দাশিয়ানস’।

বেজায় রাগ

যদিও বা এই কথা শুনেই বেজায় রেগে যান শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

VIEW ALL

Read Next Story