হলিডে ট্রিপ

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খানকে আবারও দেখতে পাওয়া গেছে হলিডে ট্রিপে।

ডেস্টিনেশন

এবার তাঁদের ডেস্টিনেশন সুইজারল্যান্ড, সঙ্গে আছে তাঁদের দুই সন্তান তইমুর এবং জেহ আলি খান।

খুশির মূহুর্ত

পরিবারের সঙ্গে নিজের খুশির মূহুর্ত, সোশ্য়াল মিডিয়াতে নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

প্রাকৃতীক সৌন্দর্য

কখনও অভিনেত্রীকে দেখা যাচ্ছে খোলা চুলে ব্যালকনি থেকে প্রাকৃতীক সৌন্দর্য উপভোগ করতে।

বরফে পোজ

আবার কখনও বা তাঁকে নাতাশা পুনাওয়ালার সঙ্গে বরফের মধ্য়ে দাঁরিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে।

আলপ্স

কিছুদিন আগে করিনা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, ছোট পুত্র জেহ-এর একটি ছবি পোস্ট করেন এবং তাতে আলপ্সের কথা উল্লেখ করে।

উইন্ডো সিট

জেহ-এর বিমানের উইন্ডো সিট থেকে বাইরের দিকে তাকিয়ে থাকা এই ছবি থেকে তাঁদের ভ্রমণের কথা স্পষ্ট।

টোটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম

তাছাড়ও সইফ এবং তইমুরেরও কিছু ছবি সামনে আনেন যেখানে তাঁরা টোটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বসে খেলা দেখছেন।

সুইস আলপ্স

করিনা এবং সইফ মাঝে মধ্যেই সুইস আলপ্সেক ভ্রমণে যান। সম্ভবত তাঁরা নতুন বছরের সূচনা সেখান থেকেই করবেন।

VIEW ALL

Read Next Story