পরিণীতি-রাঘব

এবছরের সবচেয়ে চর্চিত বিয়ে পরিণীতি-রাঘবের। ২৪ সেপ্টেম্বর আম আদমি পার্টির নেতা রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী।

কিয়ারা-সিদ্ধার্থ

কিয়ারা এবং সিদ্ধার্থ ৭ ফেব্রুয়ারিতে জয়সলমেরে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি প্রথম করবা চৌথ পালনে মুম্বই থেকে দিল্লি পাড়ি দিয়েছেন তাঁরা।

স্বরা-ফাহাদ

অভিনেত্রী স্বরা ভাস্কর ১৬ ফেব্রুয়ারি রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। দিল্লিতে পরে এই তারকা দম্পতি জাঁকজমকভাবে রিসেপশন পার্টি দেয়।

আথিয়া-রাহুল

সুনীল শেঠির খান্ডালার ফার্মহাউসে অভিনেত্রী আথিয়া এবং ক্রিকেটার কেএল রাহুল ২৩ জানুয়ারি বিয়ে সারেন।

সৃজিতা-মাইকেল

বিগ বস প্রতিযোগী অভিনেত্রী সৃজিতা দে জার্মানিতে গাঁটছড়া বাঁধেন মাইকেল পেপের সঙ্গে।

মাসাবা-সত্যদীপ

ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা ২৭ জানুয়ারি অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন।

মানবী-বরুণ

অভিনেত্রী মানবী গগরু ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেতা কুমার বরুণকে।

করণ-দ্রিশা

সানি দেওলের বড় ছেলে করণ দেওল এই বছরের শুরুর দিকে ১৮ জুন দ্রিশা আচার্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

সোনালি-অশেষ

'প্যায়ার কা পঞ্চনামা' ছবির অভিনেত্রী সোনালি ৭ জুন গুরুদ্বারে অশেষ এল সজনানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

অলন্যা-ম্যাকক্রে

অনন্যা পান্ডের খুড়তুতো বোন, অলন্যা ১৬ মার্চ মুম্বইতে আইভর ম্যাকক্রে-র সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

VIEW ALL

Read Next Story