ধনতেরাস

এই বছরে দীপাবলী ১২ নভেম্বর। ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে উৎসবের তোড়জোড়।

Debasmita Das
Nov 02,2023

ধনতেরাস

দীপাবলির দুদিন আগে পালন করা হয় ধনতেরাস। দেবী লক্ষ্মীর আরাধনা হয় এই দিন।

মূল্যবান জিনিস

ধনতেরাসে সবাই মূল্যবান জিনিস কেনেন। কারণ মনে করা হয়, এতে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে।

ঝাড়ু কেনা

গয়না ও বাসনপত্র ছাড়াও মানুষ কেনেন ঝাড়ু। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনে ঝাড়ু কেনা ভাগ্যবান বলে মনে করা হয়।

ঝাড়ু কেনা

পরিষ্কার-পরিচ্ছন্নতা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। এই কারণেই ধনতেরাসে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়।

ঝাড়ু কেনা

এছাড়াও ঝাড়ু কেনার অর্থ হল, যাতে মা লক্ষ্মী বাড়ি থেকে বেড়িয়ে না যায়।

ঋণ মুক্তি

শুধু তাই নয়, এই দিন বাড়িতে নতুন ঝাড়ু আনলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এবং সুখ-সমৃদ্ধি আসে।

বাড়িতে শান্তি

অর্থলাভের জন্য, ধনতেরাসের দিন নতুন ঝাড়ু দিয়ে সারা বাড়ি পরিষ্কার করুন। এরপর সেটিকে সকলের আড়ালে কোথাও রাখুন। এতে ঘরে শান্তির আসে।

লক্ষ্মীর বাস

ভুল করেও ঝাড়ু ছুঁড়ে ফেলবেন না। মনে করা হয়, ঝাঁটায় লক্ষ্মীর বাস। তাই ঝাঁটাকে সাবধানে কোথাও দাঁড় করিয়ে রাখুন।

VIEW ALL

Read Next Story