কেদারনাথ যাত্রা

সম্প্রতি কেদারনাথ যাত্রা নিয়ে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিল পোস্ট করেছেন অভিনেত্রী সারা আলি খান।

প্রিয় বান্ধবী

এর আগেও বহুবার তাঁকে কেদারনাথ যাত্রায় যেতে দেখা গেছে। তবে এইবারে তাঁর সঙ্গী হয়েছিলেন তাঁর প্রিয় বান্ধবী।

প্রথম ছবি

২০১৮ সালে তাঁর জীবনের প্রথম ছবি ‘কেদারনাথ’ মুক্তি পেয়েছিল। ছবিতে তাঁর বিপরীতে দেখতে পাওয়া গেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।

প্রেমের সম্পর্ক

সেই সময়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়েছিল, এমন জল্পনাই তৈরী হয়েছিল। তাঁদের দু’জনকে একসঙ্গে কেদারনাথে দেখতেও পাওয়া গেছিল।

স্মৃতির উদ্দেশ্যে

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেও, সারা আলি খানকে বহুবার তাঁর স্মৃতির উদ্দেশ্যে কেদারনাথ যাত্রা করতে দেখা গেছে। এইবছরের মে মাসেও তিনি কেদারনাথ যাত্রা করেছিলেন।

ট্রোলের স্বীকার

এর আগেও বহুবার ধর্মের কারণে তিনি ট্রোলের স্বীকার হয়েছেন। সেইসব বিষয়কে পাত্তা না দিয়েই, সম্প্রতি সারা আলি খান আবার কেদারনাথ যাত্রা করেছেন।

যাত্রার মূহুর্ত

যাত্রার অপরুপ মূহুর্ত সে এবং তাঁর প্রিয় বান্ধবী কীভাবে উপভোগ করেছেন তা এই ভিডিওতে স্পষ্ট।

মধ্যমহেশ্বর ধাম

এইবারের যাত্রায় কেদারনাথ ধামের পাশাপাশি মধ্যমহেশ্বর ধামেও তাঁরা গিয়েছিলেন বলে জানতে পারা যাচ্ছে।

ধ্যানে মগ্ন

পাহাড়ি সব্জি উপভোগ করার পাশাপাশি, সাধুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, তার সঙ্গেই আবার গভীর ধ্যানে মগ্ন হওয়া, সবকিছুই নজরে পড়েছে এই নতুন ভিডিওতে।

VIEW ALL

Read Next Story