শাহরুখ খান এবং গৌরী খান নতুন বছরকে স্বাগত জানাতে পাড়ি দেন জামনগর। এয়ারপোর্টে তাঁদের সঙ্গে দেখতে পাওয়া যায় তাঁদের ছেলে এবি রামকে।
নতুন বছরকে স্বাগত জানাতে তৃপ্তি ও তাঁর প্রেমিক পাড়ি দেন ফিনল্যাণ্ডে। নজরকাড়া অনবদ্য় পোষাকে তাঁরা মন ভুলিয়েছে নেটিজেনদের।
নতুন বছরের উন্মাদনায় মেতে উঠতে মৌনি এবং তাঁর হাসব্যান্ড গিয়েছেন গোয়াতে। তাঁরা তা পোস্ট করেছেন ইন্স্টাগ্রাম হ্যান্ডেলে।
নতুন বছরে মেতে উঠতে করিনা তাঁর পরিবারের সঙ্গে গেছেন সুৎজারল্যাণ্ডে, সেই ছবিই পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়।
মুম্বই থেকে নতুন বছরের ছুটি কাটাতে বরুন ধাওয়ান তাঁর স্ত্রী নাতাসা দালাল যান একটি বিচ্ছিন্ন দ্বীপে।
নতুন বছরে পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠতে তাঁরা যান লণ্ডনের হাইডা পার্কে।
ইশক্ ওয়ালা লাভ -এর গায়িকা নীতি মোহন নতুন বছরের ছুটি কাটাতে যান দুবাই-এর জুমেরা বিচে।
সোনাক্ষী ও তাঁর হাসব্যান্ডের সঙ্গে নতুন বছরের ছুটিতে মেতে উঠতে উড়ে গিয়েছেন অস্ট্রেলিয়াতে।
ছুটি কাটাতে ছেলে এবং মেয়েকে নিয়ে উড়ে গিয়েছেন শ্রীলঙ্কা, সেই ছবিই পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়।
দুর্দান্ত এক কালো পোষাকে সকলের নজর কেড়েছেন অর্জুন এবং তাঁর বান্ধবী গাব্রিয়েলা।