বছরশেষের রাতে সুরায় সেলিব্রেশন! বছরশুরুর হ্যাংগওভার দূর করবেন যেভাবে...

Rajat Mondal
Dec 31,2024


নিউ ইয়ার সেলিব্রেশন রাতে সুরাসক্ত। পরের দিন ঘুম থেকে উঠে মাথা যেন ঝিমঝিম করে। চারপাশে কি হচ্ছে, তা বোঝাই যায় না।


এই হ্যাংগওভার বিভিন্ন কারণে হয়ে থাকে।

হ্যাংগওভারের কারণ

সাধারণত অতিরিক্ত সুরা পান করায়, শরীরের জলের ঘাটতি হয়। অর্থাত্‍ ডিহাইড্রেশন হয়ে যায়।

হ্যাংগওভারের কারণ

এছাড়াও ঘুমের ঘাটতি। আর অ্যালকোহলের সঙ্গে এমন কিছু খাওয়া হয়, যা শরীরে অ্যাসিডের সৃষ্টি করে। এইসব কারণের ফলে পরেরদিন হ্যাংগওভার কাটতে চায় না।

টিপস

নিউ ইয়ার সেলিব্রেশনের পরের সকালে কীভাবে হ্যাংগওভার দূর করবেন, রইল তারই কিছু টিপস।

রিহাইড্রেট

সকালে উঠেই নিজেকে হাইড্রেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শরীরকে রিহাইড্রেট করতে এবং টক্সিন বের করতে প্রচুর জল পান করতে হবে।

খাবার

ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- ফল, সবজি এবং শস্যজাতীয় খাবার খেতে হবে। যাতে করে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পুনরুদ্ধার হয়।

পর্যাপ্ত ঘুম

সবথেকে গুরুত্বপূর্ণ হল যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়া। হ্যাংগওভার কাটাতে দীর্ঘক্ষণ ঘুমোনো উচিত।

এনার্জি ড্রিঙ্কস

শরীরে ফ্লুইডয়ের সমতা বজায় রাখার জন্য এনার্জি ড্রিঙ্কস অথবা ডাবের জল খেতে হবে।

VIEW ALL

Read Next Story