ফের কোভিড উদ্বেগ। নয়া সাব ভ্যারিয়েন্ট JN.1-এ বাড়ছে সংক্রমণ।
তাই এই নতুন রূপটির লক্ষণ এবং উপসর্গগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এখন পর্যন্ত রিপোর্ট করা লক্ষণগুলো দেখে নেওয়া যাক।
JN1 ভেরিয়েন্টে আক্রান্তদের জ্বর আসার সম্ভাবনা সবথেকে সাধারণ।
এই রোগের ক্ষেত্রে ক্রমাগত সর্দি-কাশির লক্ষণ, যেমন সর্দি বা নাক বন্ধ, লক্ষ্য করা যেতে পারে।
এই রোগের উপসর্গ হিসাবে গলা ব্যাথা বা গলায় অস্বস্তি দেখা দেয়।
JN1 ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিদের মাথাব্যথা হতে পারে।
এই রোগের ক্ষেত্রে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ, যেমন পেট খারাপ (ডায়রিয়া) ঘটতে পারে।
এই রোগে আক্রান্ত ব্যক্তিরা চরম ক্লান্তির শিকার হতে পারে।
সারা শরীরে ব্যথা এবং পেশির দুর্বলতা অনুভব হতে পারে।