জলের ঘাটতি

শরীরের কাজকর্ম চালাতে গেল চাই জল। শরীরে জল কমে গেলে শারীরিক ক্ষমতা কমে যায়। দেখে নেওয়া যায় ডিহাইড্রেশনের লক্ষণগুলি।

Sekender Abu Zafar
May 18,2024

ক্লান্তি

শরীর জল কমলেই ক্লান্তি ভর কবরে। অবসন্ন লাগবে। খুব সহজেই আপনি টের পাবেন।

দুর্বলতা

জলের ঘাটতি হলেই বুঝতে পারবেন শরীরের ক্ষমতা কমে যাচ্ছে। ক্লান্ত হচ্ছে, দুর্বল হয়ে পড়ছেন।

ত্বক

জল কমে গেলে ত্বক খসখসে হয়ে পড়ে। ঠোঁট শুকিয়ে যায়।

মুখ

ত্বক শুকনো হয়ে যায়। মুখ শুকিয়ে যায়। ঠোঁট খসখসে হয়ে যায়।

মাথা ধরা

জলের ঘাটতি হলে মাথা ধরতে পারে। ঝিমুনি হতে পারে, হার্ট প্যালপিটিশন হতে পারে।

পিপাসা

জলের ঘাটতি হলে তেষ্টা পাবে। মুখ, গলা শুকিয়ে যাবে।

মানসিক সমস্যা

জলের অভাব হলে বিরক্ত হতে পারেন। হতাস হতে পারেন।

কম ইউরিন

মুখে দুর্গন্ধ হতে পারে। স্বাভাবিকের তুলনায় কম ইউরিন হতে পারে।

VIEW ALL

Read Next Story