সামান্য ব্য়াকটেরিয়ার সংক্রমণ। কিন্তু তা থেকেই মৃত্যু। ভয়ংকর!
লিস্টেরিয়া। সম্প্রতি নতুন করে ফিরে আসছে এই সংক্রমণের ঢেউ। তৈরি হচ্ছে আতঙ্কের আবহ। কেননা, মৃত্যু বাড়ছে।
এতটাই বাড়ছে যে, আশঙ্কা করা হচ্ছে, এটিই হতে চলেছে-- চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায়-- 'লার্জেস্ট লিস্টেরিয়াস আউটব্রেক'!
সত্যিই যদি এটা প্রায় মহামারীর মতো অবস্থায় পৌঁছয়, তখন কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে? কীভাবে ডায়াগনসিস হবে এর? জানা যাচ্ছে, বডি ফ্লুইড বা টিস্যু নিয়ে এই টেস্ট হবে।
কিন্তু আপনি যে লিস্টেরিয়া-আক্রান্ত, জানবেন কীভাবে? জ্বর-জ্বর ভাব, ক্লান্তি, পেশিতে ব্যথা, স্টিফ নেক ইত্যাদি একসঙ্গে হলেই সাবধান!
অন্তঃসত্ত্বা মহিলা, নবজাতক, শিশু, বয়স্ক এবং যাঁদের ইমিউনিটি পাওয়ার কম মূলত তাঁরাই এতে বেশি আক্রান্ত হন।
এই ব্যাকটেরিয়াটি বেশ জবরদস্ত গোছের। মূলত খাবার থেকে ছড়ায়। চিজ, দুধ, কাঁচা মাংস ও রাঁধা মাংস, স্মোকড ফিশ, স্প্রাউটস, তরমুজ থেকে ছড়ায় লিস্টেরিয়া।
সাধারণত ময়েস্ট এনভায়রনমেন্টে এই ব্যাকটেরিয়া সংক্রমণ বেশি হয়। মাটি, জল, গাছপালা, প্রাণী থেকেও হতে পারে। ছড়ায় ফ্রিজ থেকে। আপাতত, মার্কিন মুলুকে এটা ছড়িয়েছে। তবে এশিয়া তথা ভারতেরও সতর্ক থাকা জরুরি।