মস্তিষ্কের ক্ষতি

আপনি যদি নিজের খাদ্যতালিকায় গ্রিন ভেজিটেবিল না রাখেন, তবে তা মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে।

Debasmita Das
Nov 14,2023

অতিরিক্ত চাপ

অতিরিক্ত চাপ মস্তিষ্ক এবং বয়স উভয়ের জন্যই ভাল নয়।

অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত মদ্যপান করার ফলে মস্তিষ্কের কোশগুলির দ্রুত বয়স হয়ে যায়।

চিনিযুক্ত খাবার

চিনিযুক্ত খাবার খেলে মস্তিষ্ক সঙ্কুচিত হয় ফলে রক্তপ্রবাহ কমে যায়।

দীর্ঘদিন ব্যায়াম না করা

দীর্ঘদিন ব্যায়াম না করে শুয়ে থাকলে মস্তিষ্ক বুড়িয়ে যেতে শুরু করে।

না ঘুমোনো

সাত থেকে আট ঘন্টা টানা না ঘুমোলে মস্তিষ্কের উপর প্রভাব পড়ে।

ধূমপান

এছাড়াও ধূমপান মস্তিষ্কের সমস্যার এক অন্যতম কারণ হতে পারে।

অকাল বার্ধক্য

এইসব অভ্যাস ত্যাগ করলে আপনি আপনার মস্তিষ্ককের অকাল বার্ধক্য থেকে বাঁচাতে পারবেন।

সতেজ মস্তিষ্ক

মস্তিষ্ক সতেজ রাখার জন্য আজ থেকেই এই অভ্যাসগুলি।

VIEW ALL

Read Next Story