ধনী ক্রিকেটার

বিলাসবহুল রাজপ্রাসাদ, ২০ হাজার কোটি টাকা সম্পত্তির মালিক এই ভারতীয় ক্রিকেটার। তবে সচিন, ধোনি, বিরাট কিংবা রোহিত নয়।

সমরজিৎ সিংহ

ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার সমরজিৎ সিংহ। যদিও কোনওদিন ভারতের হয়ে খেলেননি সমরজিৎ। রনজি ক্রিকেটই খেলেছেন তিনি।

সমরজিৎ সিংহ

১৯৬৭ সালের ২৫ এপ্রিল সমরজিৎ সিং গায়কোয়াড় জন্মগ্রহণ করেন। বরোদার প্রাক্তন রাজা প্রতাপসিংহ গায়কোয়াড় এবং রানি শুভাঙ্গিনী রাজের একমাত্র পুত্র সমরজিৎ।

সমরজিৎ সিংহ

সমরজিৎ দেরাদুনের স্কুল থেকে পড়াশোনা করেন। ছোট থেকেই ক্রিকেটের প্রতি ভালবাসা থাকায় তিনি টপ ব্যাটার হিসাবে ছটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন।

সমরজিৎ সিংহ

পরে তিনি বরোদার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

সমরজিৎ সিংহ

২০১২ সালে বাবার মৃত্যুর পর সাড়ম্বরের সঙ্গে সমরজিতের রাজ্যাভিষেক হয়।

সমরজিৎ সিংহ

তবে সমরজিতের লক্ষ্মী বিলাস প্যালেসের মালিকানা নিয়ে পারিবারিক বিবাদ চলে।

সমরজিৎ সিংহ

দীর্ঘদিনের সেই বিবাদ ২০১৩ সালে মেটার পর পুরোপুরিভাবে লক্ষ্মী বিলাস প্যালেসের একমাত্র মালিক হন সমরজিৎ। এই প্যালেস ভারতের সবথেকে বড় প্রাইভেট রেসিডেন্স।

সমরজিৎ সিংহ

২০০২ সালে সমরজিৎ রাধিকা রাজেকে বিয়ে করেন। দম্পতির দুই কন্যাও রয়েছে। বর্তমানে তাঁরা এই প্যালেসেই থাকেন।

VIEW ALL

Read Next Story