শীতকালে সর্দি কাশি তো লেগেই আছে! জেনে নিন, এর হাত থেকে কীভাবে রেহাই পাবেন।

Rajat Mondal
Dec 19,2024

বিশ্রাম

শীতের দিনে রাত বড় হওয়ায় গরমের দিনের থেকে শীতে বিশ্রামের বেশি প্রয়োজন। তাই অবশ্যই সারাদিনে ৮ ঘন্টা বিশ্রাম নিন

স্যুপ

শতাব্দী থেকেই এই রেমেডি খুবই প্রচলিত। এটি আপনাকে শীতে ঠান্ডা লাগার হাত থেকে আরাম দেয়।

হাইড্রেট

শীতে নিজেকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত খাদ্যের পাশাপাশি ঠান্ডার উপযুক্ত পোশাক ব্যবহার করুন।

ঠান্ডা ও গরম জল

শীতে কখনই খুব বেশি গরম বা ঠান্ডা জল খাওয়া কখনই উচিত না।

পরিষ্কার-পরিচ্ছন্ন

শীতের মরসুমে সর্দি-কাশি কম বেশি সবার লেগেই থাকে। তাই এই সময় হাত সবসময় পরিস্কার রাখা প্রয়োজন।

অ্যালকোহল

এটি আপনার শরীরকে ডিহাইড্রেট করে তোলে। তাই অনান্য মরসুমের থেকে শীতে এটি থেকে বিরত থাকুন।

গরম জলে গার্গল

শীতে গরম নুন জলের গার্গল আপনার গলা ব্যথা সারিয়ে তুলতে সাহায্য করবে।

মধু

গরম জল, দুধ ও চায়ের সাথে এক চামচ মধু মিশিয়ে নিয়মিত খেলে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।

গরম জলের ভাপ

নিয়মিত ৫ মিনিট গরম জলের ভাপ নিন। এটি আপনার শ্বাসনালী পরিস্কার রাখতে সাহায্য করে।

ঘরোয়া উপায়

শীতে নিজেকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে অবশ্যই মেনে চলুন এই সামান্য কিছু ঘরোয়া উপায়।

VIEW ALL

Read Next Story