পোষ্যের লোম নিয়ে নাজেহাল! এর থেকে মুক্তি পাবার উপায়

Rajat Mondal
Dec 19,2024

লিন্ট রোলার

আপনি যদি পোষ্য প্রিয় মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার প্রিয় বন্ধু হলো এই লিন্ট রোলার। এটি ব্যবহার করে অনায়াসে জামাকাপড়, কুশান সব থেকে পোষ্যের লোম সরানো যাবে এবং এটি আপনি সকল জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারবেন।

স্টিকি টেপ

আপনি আপনার লিন্ট রোলার হারিয়ে ফেলেছেন এবং চটজলদি পোষ্যের লোম থেকে মুক্তির উপায় খুঁজছেন, চিন্তা নেই হাতের কাছে স্টিকি টেপ থাকলে তা ব্যাবহার করে সহজেই পোষ্যের লোম থেকে মুক্তি পেতে পারেন।

ব্রাশ

জামাকাপড় ধোয়ার আগে অবশ্যই ব্রাশ করে নেবেন, তাহলে জামাকাপড় থেকে পোষ্যের লোম সহজেই সরানো যাবে।

ড্রায়ার

লিন্ট রোলার, স্টিকি টেপ, ব্রাশ করার সময় নেই? চিন্তা নেই কম তাপমাত্রায় ১০ মিনিট ড্রায়ার ঘুরিয়ে নিয়ে কেচে নিতে পারেন জামাকাপড়।

মাইক্রোফাইবার ক্লথ

পোষ্যের লোম সরানোর জন্য এটি খুব উপকারী একটি পথ। আলতো হাতে ঘষলে খুব সূক্ষ সূক্ষ লোমও সরে যাবে সহজে।

রাবারের গ্লাভস

এটি একটি খুব উপকারী জিনিস, ব্যবহারের মাধ্যমে খুব সহজে পোষ্যের লোম থেকে নিষ্কৃতি পাওয়া যায়।

ভ্যাকিউম

পোষ্যের লোম থেকে বাঁচার সবথেকে সহজ উপায় এটি। পোষ্যের লোম যদি অনেক বেশি ঝরে পড়ে তাহলে এই ভ্যাকিউমের মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করা যাবে।

পোষ্যবন্ধু পর্দা

যদি আপনি পোষ্যের লোম নিয়ে ভীষণ পরিমাণে নাজেহাল হয়ে থাকেন, তাহলে আপনি আপনার পোষ্যের কথা ভেবে বাড়িতে এমন কিছু সিল্কের কাপড় ব্যবহার করতে পারেন যাতে আপনার পোষ্যের লোম আটকাবেনা।

পোষ্যের লোম সেভ করা

নিয়মিত পোষ্যের লোম কেটে পরিষ্কার রাখতে হবে, তাতে পোষ্যের লোম বেশি পরার সম্ভবনা কমবে।

পিউমিস স্টোন

পিউমিস স্টোনের ব্যবহারের মাধ্যমে পোষ্যের লোম থেকে মুক্তি পাওয়া সম্ভব। কাপড়ের ওপর পড়ে থাকা লোমের ওপর পিউমিস স্টোন ঘষে খুব সহজেই পরিষ্কার করা সম্ভব।

VIEW ALL

Read Next Story