যেন ঈশ্বরের আর্শীবাদ! এই গাছ ঘরে রাখলে ম্যাজিকের মত ফল পাবেন...

Rajat Mondal
Dec 17,2024

এয়ার পিউরিফায়ার

স্নেক প্ল্যান্টের সবচেয়ে ভালো দিক হল- এটি বাতাসকে পরিশুদ্ধ করে।

কম রক্ষণাবেক্ষণ

এই গাছের পরিচর্যার জন্য় খাটুনি নেই বললেই চলে। এগুলিকে নিয়মিত জল দেওয়ার প্রয়োজন হয় না এবং এমনকি শীতকালেও এই গাছ বেড়ে উঠতে থাকে।

আনন্দদায়ক পরিবেশ

এই গাছ ঘরে রাখলে মন ভালো থাকে। স্ট্রেস কমিয়ে দেয় এবং খুশি অনুভূত হয়।

সৌভাগ্যের প্রতীক

স্নেক প্ল্যান্টকে সুরক্ষা ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এর লম্বা এবং তলোয়ারের মত পাতাগুলি নেগেটিভ শক্তিকে দূরে রাখে।

দেখতে সুন্দর এবং নান্দনিক

স্নেক প্ল্যান্টের মসৃণ, লম্বা পাতা যা ঘরগুলিকে আধুনিক ও আড়ম্বরপূর্ণ শোভা দেয়।

ছোট জায়গায় বেড়ে ওঠে

এই গাছগুলিকে ছোট টবেও বেড়ে উঠতে পারে। ছোট জায়গায় থাকা সত্ত্বেও এগুলি লম্বা, সোজা হয়ে বেড়ে ওঠে।

মাটি ছাড়া জন্মাতে পারে

মানি প্ল্যান্টের মত স্নেক প্ল্যান্টও মাটি ছাড়াই জন্মাতে পারে। জলে ডুবিয়ে রাখলে এই গাছ দীর্ঘ সময় ধরে বাড়তে থাকে।

আবহাওয়া

আমাদের গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার মধ্যে এই গাছ অন্য়তম।

VIEW ALL

Read Next Story