শীত পড়তেই খুশকির হানা! ঘরোয় উপায়েই মিলবে মুক্তি

Rajat Mondal
Dec 16,2024

খুশকির সমস্যা

শীতে খুশকির সমস্যা তো কম বেশি সবারই দেখা যায়। জানেন কি ঘরোয়া উপায়ে এর সমাধান।

নারকেল তেল

এর নিয়মিত ব্যবহার আপনাকে প্রাকৃতিক ভাবে খুশকির হাত থেকে মুক্ত করবে।

মেথি ও দই

দু চামচ মেথির সঙ্গে এক বাটি দই ভালো ভাবে মিক্স করে সারারাত রাখুন। পরের দিন স্নানের আগে ৩০-৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বাটারমিল্ক ও ত্রিফলা

এক গ্লাস বাটারমিল্কের সঙ্গে এক চামচ ত্রিফলা পাউডার সারারাত ভিজিয়ে রেখে পরদিন ওই মিশ্রণের সাহায্যে চুল ধুয়ে ফেলুন।

নিম ও অ্যালোভেরা

১০ টি তাজা নিম পাতার সঙ্গে দু চামচ অ্যালোভেরা দিয়ে একটি পেস্ট বানিয়ে ভালোভাবে স্ক্যালপে অ্যাপলাই করে ৩০ মিঃ রাখার পর শ্যাম্পু করে ফেলুন।

চা গাছের তেল ও বাদাম তেল

৪ ফোঁটা চা গাছের তেলের সঙ্গে ৭-৮ ফোঁটা বাদাম তেল মিশিয়ে ভালোভাবে স্ক্যালপে ম্যাসাজ করুন। তারপর ৩০-৪৫ মিঃ রেখে শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল ও লেবু

গরম নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্যালপে ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর ৩০মিঃ রেখে শ্যাম্পু করে ফেলুন।

মেথি ও অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনিগারে সামান্য জল এবং মেথি গুড়ো ভালোভাবে মিশিয়ে তুলোর সাহায্যে স্ক্যালপে অ্যাপলাই করুন।

পেঁয়াজর উপকারিতা

পেঁয়াজ স্নানের আগে পেঁয়াজের রস ভালোভাবে স্ক্যালপে অ্যাপলাই করুন। এবং তা শুকিয়ে যাওয়ার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

চুল পড়া রোধ

এই ঘরোয়া উপায়গুলি আপনাকে খুশকির হাত থেকে মুক্ত করার পাশাপাশি চুল পড়াও রোধ করবে।

VIEW ALL

Read Next Story