একটি বোলে খানিকটা গরম জল নিন। তাতে ফেলে দিন কয়েক ফোঁটা ডিস ওয়াশিং লিক্যুইড।

ভোজান

ওই জলে মিনিট ২০ আপনার ডায়মন্ড রিংটিকে ভিজিয়ে রাখুন। তবে ৪৫ মিনিটের বেশ যেন না হয়।

ব্রাশ করুন

একটি পুরনো ব্রাশ দিয়ে ওই রিংটির ভেতরের ও বাইরের অংশ ভালো করে ব্রাশ করুন।

গরম জলে রাখুন

ব্রাশ করা হয়ে গেলে রিংটিকে তুলে ফ্রেশ গরম জলে ভিডিয়ে রাখুন।

মাইক্রাফাইবারের ব্যবহার

রিংটি তুলে তা তুলো বা মাইক্রো ফাইবার কাপড় দিয়ে মুছে নিন।

কাপড় দিয়ে পলিস

একটি জুয়েলারি পলিস করার কাপড় দিয়ে রিংটিকে পালিস করে নিন।

মেকআপের সময় নয়

রিং সাফ রাখার আর একটি উপায় হল স্নান করা বা পেকআপ করার সময়ে সেটি খুলে রেখে যাওয়া।

সুইমিং নয়

সুইমিং পুলে বা হট টাবে নামার সময়ে আংটি পরে নামবেন না।।

গ্রাভস পরুন

সাফসুতরো করার সময় হাতে গ্রাভস পরে নিন।

VIEW ALL

Read Next Story