ওই জলে মিনিট ২০ আপনার ডায়মন্ড রিংটিকে ভিজিয়ে রাখুন। তবে ৪৫ মিনিটের বেশ যেন না হয়।
একটি পুরনো ব্রাশ দিয়ে ওই রিংটির ভেতরের ও বাইরের অংশ ভালো করে ব্রাশ করুন।
ব্রাশ করা হয়ে গেলে রিংটিকে তুলে ফ্রেশ গরম জলে ভিডিয়ে রাখুন।
রিংটি তুলে তা তুলো বা মাইক্রো ফাইবার কাপড় দিয়ে মুছে নিন।
একটি জুয়েলারি পলিস করার কাপড় দিয়ে রিংটিকে পালিস করে নিন।
রিং সাফ রাখার আর একটি উপায় হল স্নান করা বা পেকআপ করার সময়ে সেটি খুলে রেখে যাওয়া।
সুইমিং পুলে বা হট টাবে নামার সময়ে আংটি পরে নামবেন না।।
সাফসুতরো করার সময় হাতে গ্রাভস পরে নিন।