ময়ূরের পালকেই বাজিমাত! ঘরে টাকার বৃষ্টি...

গৃহে পালক

অনেকেই বাড়িতে ময়ূরের পালক রাখেন।

সৌন্দর্য

কেউ কেউ এটিকে নিছক সৌন্দর্যায়নের দিক থেকেই রাখেন।

পালকবিধি

তবে, অনেকেই বাস্তুর দৃষ্টিকোণ থেকেই এটা রাখেন, অথচ রাখবার ঠিক নিয়মটা জানেন না।

জীবনে পরিবর্তন

আমরা সকলেই জানি, ময়ূরের পালক জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে!

নিয়ম মেনে

তবে, নিয়ম মেনে ঘরে ময়ূরের পালক রাখলে ম্যাজিকের মতো উপকার পাওয়া যায়।

মূল দরজায়

যেমন, বাড়ির মেন গেটের উপরে একজোড়া ময়ূরের পালক রেখে দিলে বাস্তুগত দোষ কেটে যায়, উন্নতিও ঘটে।

অর্থসংকটে

আর অর্থসংকট কাটাতে ময়ূরের পালক নিয়ে কী করবেন?

কৃষ্ণকে নিবেদন

এজন্য বিশেষ বিধি আছে। আগে শ্রীকৃষ্ণকে একজোড়া ময়ূরের পালক নিবেদন করুন। ৪০ দিন পরে সেই পালক এনে ক্যাশবাক্সে বা পার্সে রাখুন।

পালক-ম্যাজিক

দেখুন কী হয়! একেবারে ম্যাজিক ঘটে যাবে! জীবনে কোনও দিন আপনার টাকার অভাব হবে না!

VIEW ALL

Read Next Story