গ্ল্যামারে ভিজল না মন! ভোটের ময়দানে খসে পড়লেন যে তারারা...

Debasmita Das
Jun 05,2024

হিরণ চট্টোপাধ্যায়

টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়েছিলেন।

লকেট চট্টোপাধ্যায়

হুগলি থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।

স্মৃতি ইরানি

প্রাক্তন অভিনেত্রী এবং বিজেপির স্মৃতি ইরানি অমেঠি আসনে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে হেরেছেন।

রাজ বব্বর

কংগ্রেস প্রার্থী রাজ বব্বর গুরগাঁও থেকে বিজেপির রাও ইন্দ্রজিৎ সিংয়ের কাছে ৭৫ হাজার ভোটে হেরেছেন।

পবন সিং

ভোজপুরি তারকা পবন সিং বিহারের কারাকাট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়েছিলেন। তবে তিনি রাজা রাম সিংয়ের কাছে হেরে যান।

দীনেশ লাল যাদব

বিজেপির ভোজপুরি অভিনেতা-গায়ক এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী দীনেশ লাল যাদব নিরহুয়া আসন থেকে হেরেছেন।

নবনীত রানা

বিজেপির নবনীত রানা মহারাষ্ট্রের অমরাবতী কেন্দ্র থেকে কংগ্রেসের বলওয়ান্ত ওয়াংখেড়ের কাছে হেরেছেন।

VIEW ALL

Read Next Story