পঞ্জাবে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের ‘রেল রোকো’ অভিযান। ট্রেনের ট্র্যাকে বসে তিন দিনের এই আন্দোলন।
আন্দোলনের জেরে জম্মুর বেশ কয়েকটি ট্রেন হয় বাতিল বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
অমৃতসরে, ১৯টি কৃষি সংস্থা এই বিক্ষোভে জড়িত।
সরকারী সূত্রের মতে, দুই ডজনেরও বেশি ট্রেন জম্মু থেকে আসা বা যেসব ট্রেন আজ গিয়ে পৌঁছবে, বাতিল করা হয়েছে বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা স্টেশন থেকে বাতিল হয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস ১৩১৫১। শিয়ালদহ স্টেশন থেকে বাতিল হয়েছে অমৃতসর এক্সপ্রেস ১২৩৭৯ এছাড়া হাওড়া স্টেশন থেকে অমৃতসর এক্সপ্রেস ১৩০০৫ ও হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ১২১৩১১ বাতিল করা হয়েছে।
আরও শান-ই-পঞ্জাব এবং দিল্লি-অমৃতসর শতাব্দী সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও দিল্লি থেকে কাটরাগামী ট্রেন নম্বর ২২৪৬১ (শ্রী শক্তি এক্সপ্রেস) এবং ১৪০৩৩ (জম্মু মেল)ও বাতিল করা হয়েছে।
এক্সপ্রেস ট্রেনের মধ্য়ে বাতিল থাকবে বন্দে ভারতও।
ট্রেন নম্বর ১২৪১৪ (জম্মু আলি এক্সপ্রেস), ১৯২২৬ (জাট বিটিআই এক্সপ্রেস), ১৪৬৪৬ (শালিমার এক্সপ্রেস), জম্মু থেকে আসা ট্রেন নম্বর ২২৪৬২ (শ্রী শক্তি এক্সপ্রেস) বাতিল করা হয়েছে।
কৃষকদের দাবি, উত্তর ভারতের বন্যা-আক্রান্তদের জন্য একটি আর্থিক প্যাকেজ, সমস্ত ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি এবং কৃষকদের জন্য ঋণ মকুব।
কৃষকদের এই বিক্ষোভ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, আগামী দুই দিন ট্রেন চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।