মালাবার উপকূল এবং পশ্চিমঘাট পর্বতমালার পাশ দিয়ে যাওয়া এই রেলপথ আপনাকে মুগ্ধ করবে।
১৯০৮ সালে ব্রিটিশ সরকার দ্বারা প্ৰতিষ্ঠিত, ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি মিটারগজ রেলসেবা। মেত্তুপালায়াম থেকে উটি অব্দি এই রেলপথ।
এই রেলপথ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অব্দি। মাঝে পড়বে শিলিগুড়ি, কার্সিয়াং, ঘুম এবং বিভিন্ন জায়গা।
মুম্বাই থেকে গোয়া যাওয়ার এই রেলপথে আপনি দেখতে পাবেন প্রাকৃতীক ঝরণা, আরবীয় মহাসাগর, টানেল, নদী এবং আরও অনেক কিছু।
ভারতের অন্যান্য রেলপথের থেকে এই রেলপথ একেবারে অন্য রকম। অ্যাডভেঞ্চার ভালোবাসলে এই রেলপথ আপনার পছন্দের হয়ে উঠবে।
কালকা থেকে শিমলা যাওয়ার এই পথ পাইন ফরেস্টের মাঝ থেকে গিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাবে।
এই রেলপথ ভূবনেশ্বর থেকে ব্রহ্মাপুর অব্দি। পথের একদিকে পড়বে পূর্বঘাট পর্বতমালা, আপ ওপর দিকে পড়বে চিল্কা হ্রদ।
মরুভূমি উপভোগ করতে চাইলে, জয়শালমের থেকে যোধপুর যাওয়ার ৬ ঘন্টার এই রেলপথ উপযুক্ত।
জম্মু থেকে বারামুল্লা যাওয়ার এই রেলপথ থেকে গেলে আপনি উপভোগ করতে পারবেন, তুষার আচ্ছাদিত কাশ্মীরের বিভিন্ন এলাকা। সাথে পাবেন টানেল এবং বেশ কিছু পাহাড়।
পশ্চিমঘাট পর্বতমালার পাশ দিয়ে যাওয়া এই রেলপথ, বেশ কিছু পাথরের টানেলের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে, আপনার গন্তব্যে পৌঁছাবে।