দিল্লির দ্বারকায় যশোভূমিতে হাজির প্রধানমন্ত্রী।
রবিবার দ্বারকার ইন্টার ন্য়াশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারে কুটির শিল্পীদের সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী।
যশোভূমিতে প্রতিটি স্টলে গিয়ে শিল্পীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের কাজের পদ্ধতি জানার চেষ্টা করেন।
রবিবার প্রধানমন্ত্রীর জন্মদিন। এদিনই তিনি দেশের শিল্পীদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করেন।
জন্মদিনে একেবারে কল্পতরু মোদী। কুটির শিল্পীদের জন্য একাধিক সুবিধে ঘোষণা প্রধানমন্ত্রীর।
কেন্দ্রের ওই প্রকল্পের নাম পিএম বিশ্বকর্মা
দেশের ওবিসি ভূক্ত কারিগররা ওই প্রকল্পের সুবিধে পাবেন।
ওই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য রয়েছে বেশকিছু শর্ত। বাড়ির একজনই ওই সুযোগ পাবেন। বাড়িতে কোনও সরকারি চাকুরে থাকা যাবে না।
কারিগররা পাবেন ১ লাখ, ২ লাখ ও ৩ লাখ টাকা ঋণ। সুদ নামমাত্র
৩ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনও গ্যারেন্টার লাগবে না।