মুর্শিদাবাদে ভাঙন

মুর্শিদাবাদের বুক চিরে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। জেলায় বড় সমস্যা ভাঙন।

নদী গর্ভে বাড়ি, জমি, রাস্তা

প্রতিবছরই নদী ভাঙনের কবলে নদী তীরবর্তী এলাকাগুলি। নদীর গর্ভে চলে যায় জমি,বাড়ি, পুকুর এমনকী, রাস্তাও

নদীর জলস্তর সামান্য কম

খাতায়-কলমে বর্ষা বিদায় নিয়েছে। গঙ্গার জলস্তরও সামান্য কম।

ভয়ংকর ভাঙন

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের ভয়াবহ আকার নিল ভাঙন।

নদী গর্ভে বাড়ি, জমি

এদিন ফের নতুন করে নদীর গর্ভে তলিয়ে যায় ৫-৬ বাড়ি, ধান জমি।

এলাকায় কান্নার রোল

সামশেরগঞ্জের ঘনশ্যামপুপর, মহিষতোলা এলাকায় রীতিমতো কান্নার রোল পড়ে গিয়েছে।

সর্বস্বান্ত বহু পরিবার

ভিটে মাটি হারিয়ে কার্যত সর্বস্বান্ত হয়ে গিয়েছেন একাধিক পরিবার।

আতঙ্কে স্থানীয়রা

যেটুকু পারছেন, আসবাবপত্র, এমনকী, ভেঙে যাওয়া বাড়ি থেকে দরজা-জানলাও খুলে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ভিটেমাটি ছেড়ে চলে যাচ্ছেন স্থানীয়রা

যাঁদের বাড়ি এখনও আস্ত রয়েছে, তাঁরা চলে যাচ্ছেন অন্য়ত্র।

ফুঁসছে নদী

গত কয়েকদিন ধরেই ফুঁসছিল নদী। বিপদ বুঝেই আগেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন অনেকেই। তাই প্রাণহানি হয়নি।

VIEW ALL

Read Next Story