আবিস্কার

পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা সবার আগে আবিস্কার হয় ভারতেই। তালিকায় আছে অবাক করা সব জিনিস।

শূন্য

ভারতেই সর্বপ্রথম আবিস্কার হয়েছিল শূণ্য। আর্য্যভট্ট সর্বপ্রথমএই সংখ্যার আবিস্কার করে।

আয়ুর্বেদ

হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে ওষুধের এতো উন্নতি হয়নি, তখন ভারতে আবিস্কার হয় আয়ুর্বেদ।

যোগব্যায়াম

প্রাচীন ভারতীয় শাস্ত্রে যোগব্যায়ামের উল্লেখ আছে। ভারতে আবিস্কার হওয়া যোগ ব্যায়াম এখন সারা পৃথিবীতে বিখ্যাত।

দাবা

৬-এর দশক থেকেই ভারতে খেলা হয় এই খেলা। তবে সেই সময় ভারতে সেই খেলা চতুরঙ্গ নামে পরিচিত।

দশমিক পদ্ধতি

দশমিক পদ্ধতির আবিস্কার হয়েছিল ভারতেই। বিশ্ব গণিতে ভারতের অবদান অনস্বীকার্য।

তুলো উৎপাদন

ভারতেই সর্বপ্রথম তুলো উৎপাদন শুরু হয়। এবং ভারতই প্রথম দিকের দেশ যেখানে সুতি অর্থাৎ তুলোর পোশাক বানানো শুরু হয়।

বৌদ্ধ ধর্ম

সিদ্ধার্ত গৌতম ভারতে সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম প্রচলন করেন। পরবর্তীতে এই ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বোতাম

২০০০ বিসিএ-এর কাছাকাছি সময়কালে সর্বপ্রথম বোতামের আবিস্কর হয় ইন্ডাস ভ্যালে সিভিলাইজেশন অর্থাৎ ভারতে।

VIEW ALL

Read Next Story