ভারতের ইতিহাসে সর্বাধিক বাজেট পেশ যাঁদের; রয়েছেন প্রণব থেকে সীতারমন

Debasmita Das
Jul 23,2024

মোদী সরকার

২৩শে জুলাই সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল।

নির্মলা সীতারমন

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন হলেন ভারতের ইতিহাসের প্রথম অর্থমন্ত্রী, যিনি একটানা ৭ বার বাজেট উপস্থাপন করেছেন।

নির্মলা সীতারমন

১৯৫৯ থেকে ১৯৬৩-এর মধ্য়ে টানা ৬ বার বাজেট পেশ করেছিলেন মোরাজি দেশাই।

মোরাজি দেশাই

মোরাজি দেশাই মোট ১০টি বাজেট পেশ করেছিলেন, যা এখনও কেউ অতিক্রম করতে পারেনি।

মোরাজি দেশাই

দেশাই প্রথম বাজেট পেশ করেন ১৯৫৯ সালে,এবং তারপর টানা ৫ বছর (১৯৫৯-৬৩) পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন।

মোরাজি দেশাই

তার ঠিক চার বছর পরে, তিনি আবার ১৯৬৭ সালে একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন, যথাক্রমে ১৯৬৭,৬৮,৬৯ এ তিনটি পূর্ণাঙ্গ বাজেটও পেশ করেন।

পি.চিদম্বরম

দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি.চিদম্বরম, যিনি ৯টি বাজেট পেশ করেছেন।

প্রণব মুখোপাধ্যায়

কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় ৮ বার বাজেট পেশ করেছিলেন।

বাজেট ২০২৪

চব্বিশের বাজেটের প্রভাব আমজনতার জীবনে কী পরিবর্তন আনে সেটাই দেখার!

VIEW ALL

Read Next Story