২৩শে জুলাই সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন হলেন ভারতের ইতিহাসের প্রথম অর্থমন্ত্রী, যিনি একটানা ৭ বার বাজেট উপস্থাপন করেছেন।
১৯৫৯ থেকে ১৯৬৩-এর মধ্য়ে টানা ৬ বার বাজেট পেশ করেছিলেন মোরাজি দেশাই।
মোরাজি দেশাই মোট ১০টি বাজেট পেশ করেছিলেন, যা এখনও কেউ অতিক্রম করতে পারেনি।
দেশাই প্রথম বাজেট পেশ করেন ১৯৫৯ সালে,এবং তারপর টানা ৫ বছর (১৯৫৯-৬৩) পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন।
তার ঠিক চার বছর পরে, তিনি আবার ১৯৬৭ সালে একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন, যথাক্রমে ১৯৬৭,৬৮,৬৯ এ তিনটি পূর্ণাঙ্গ বাজেটও পেশ করেন।
দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি.চিদম্বরম, যিনি ৯টি বাজেট পেশ করেছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় ৮ বার বাজেট পেশ করেছিলেন।
চব্বিশের বাজেটের প্রভাব আমজনতার জীবনে কী পরিবর্তন আনে সেটাই দেখার!