বকখালিতে সাবধান! সৈকতে ভয়ংকর বিষধর সমুদ্র-সাপের আনাগোনা...

Rajat Mondal
Jul 29,2024

সমুদ্রে আতঙ্ক

উঠল বাই তো সমুদ্রে যাই। বাঙালির অল্প কিছুদিনের জন্য ছুটি পেলেই সমুদ্রসৈকতে ঢুঁ মেরে আসে। এবার সেখানেই এল আতঙ্কের ছায়া।

বিষাক্ত সাপ

বকখালির সমুদ্রে ভেসে এল বিষাক্ত সাপ। যা রীতিমত আতঙ্কের সৃষ্টি করেছে।

বিষাক্ত সাপ

জানা গিয়েছে, বিষাক্ত এই সাপটি রবিবার জোয়ারের জলে সমুদ্রতটে চলে আসে। এটি ইয়েলো বেলিড সি স্নেক নামে পরিচিত।

ইয়েলো বেলিড সি স্নেক

নাগরিক সুরক্ষা কর্মীদের সাপটির উপর নজর পড়ায়, তারা তত্‍ক্ষণাত্‍ সেটিকে উদ্ধার করে।

বনদফতর

ইতোমধ্যেই সাপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

ইয়েলো বেলিড সি স্নেক

গভীর সমুদ্রেই সাধারণত থাকে এই সাপ। মারাত্মক বিষধর প্রজাতির সাপ এটি।

ইয়েলো বেলিড সি স্নেক

আড়াই থেকে তিন ফুটের হয় এই সাপ। পিঠ কালো, পেট হলুদ। লেজ নৌকোর দাঁড়ের মতো চ‌্যাপ্টা!

ইয়েলো বেলিড সি স্নেক

দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই বিষধর।

অ্যান্টি ভেনাম

এই সাপের বিষ থেকে বাঁচতে কোনও অ্যান্টি ভেনাম তৈরি করা হয়নি।

VIEW ALL

Read Next Story