উঠল বাই তো সমুদ্রে যাই। বাঙালির অল্প কিছুদিনের জন্য ছুটি পেলেই সমুদ্রসৈকতে ঢুঁ মেরে আসে। এবার সেখানেই এল আতঙ্কের ছায়া।
বকখালির সমুদ্রে ভেসে এল বিষাক্ত সাপ। যা রীতিমত আতঙ্কের সৃষ্টি করেছে।
জানা গিয়েছে, বিষাক্ত এই সাপটি রবিবার জোয়ারের জলে সমুদ্রতটে চলে আসে। এটি ইয়েলো বেলিড সি স্নেক নামে পরিচিত।
নাগরিক সুরক্ষা কর্মীদের সাপটির উপর নজর পড়ায়, তারা তত্ক্ষণাত্ সেটিকে উদ্ধার করে।
ইতোমধ্যেই সাপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
গভীর সমুদ্রেই সাধারণত থাকে এই সাপ। মারাত্মক বিষধর প্রজাতির সাপ এটি।
আড়াই থেকে তিন ফুটের হয় এই সাপ। পিঠ কালো, পেট হলুদ। লেজ নৌকোর দাঁড়ের মতো চ্যাপ্টা!
দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই বিষধর।
এই সাপের বিষ থেকে বাঁচতে কোনও অ্যান্টি ভেনাম তৈরি করা হয়নি।