কলকাতার রাস্তায় উড়ছে জেলিফিশ! অবাক হলেন, তাজ্জব হয়ে গেলেন?
হবেন না! কারণ শিল্পীর কল্পনায় উঠে এসেছে সেই ছবি!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে এবার ধরা পড়ল কলকাতার এই ছবি।
ট্যাক্সির সামনে, রিকশার পিছনে, ট্রামের মাথার উপর কখনও একাকী, কখনও ঝাঁক বেঁধে উড়ছে জেলি ফিশের দল।
নামেই 'ফিশ', তবে এটি মোটেও মাছ নয়। ৫০ কোটি বছরেরও বেশি সময় ধরে এদের অস্তিত্ব!
জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী, মূলত মহাসাগরের গভীরে যাদের বাস।
জেলিসদৃশ ঘণ্টাকৃতি প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তর্গত।
জেলিটিন সমৃদ্ধ ছাতার মত অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা- এই দুই অংশে প্রাণীটির দেহ গঠিত।
অযৌন এবং যৌন- উভয় পদ্ধতিতেই এরা বংশবিস্তার করে থাকে।
জেলিফিশের জীবনকাল কয়েক ঘণ্টা থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে।