Swarup Dutta

সিংহের ল্যাজ একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর গোঁফের রেখাওয়ালা মেহেদি!

সিংহের ল্যাজ একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর গোঁফের রেখাওয়ালা মেহেদি!

এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে ভালোবাসার মানুষ তিনি! এমন তিনি, যাঁর বয়স মেরেকেটে ১৯ বছর! আমাদের পাড়ায়, আশেপাশে এই বয়সের ছেলেদের ছোটই ভাবি। সেই ১৯ বছরের ছেলেটির হাতের জাদুতে ধরাশায়ী ব্রিটিশদের অহং। সিংহের ল্যাজ প্রায় একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর তরুণ। মেহেদি হাসান মিরাজ! যাঁর নিজের গোঁফটাও এখনও রাউডি রাঠোরের মতো হয়ে ওঠেনি, সেই মানুষটার বোলিং সামলাতে হিমশিম খেলেন কুকের মতো 'বিরাট মাপের' ইংরেজরা! জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে মেহেদি হাসান একাই নিলেন ১২টি উইকেট। তাই এক ঝলকে জেনে নিন বাংলাদেশ তথা বিশ্বক্রিকেটের উদীয়মান তারার সম্পর্কে।