Coronavirus: উৎসব শেষে স্বস্তি, দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, ২৩১ দিনে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণের মধ্যেই উৎসব আবহ চলেছে দেশজুড়ে। তবে দৈনিক করোনা সংক্রমণে অনেকটাই রাশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ পরিসংখ্যান ২৩১ দিনের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৮ জন। কোভিডে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন।

একদিনে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৪৭০। কমেছে অ্যাক্টিভ কেসও। বিগত ২২৭ দিনের মধ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা সর্বনিম্ন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩। এখনও পর্যন্ত কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। 

আরও পড়ুন, Covid-19: বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি? পুজো মিটতেই দু'দিনে দ্বিগুণ আক্রান্ত কলকাতায়

এখনও পর্যন্ত করোনার কোপে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪। দেশে ৯৮ কোটির বেশি মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছে এখনও পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত টিকাপ্রাপকের সংখ্যা ৯৮ কোটি ৬৭ লক্ষ ৬৯ হাজার ৪১১৷

এদিকে, উৎসব পরবর্তী সময়ে  করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে। রবিবার ছ'শোর গণ্ডি পেরিয়েছিল দৈনিক কোভিড সংক্রমণ সংখ্যা। সোমবার সংখ্যা আরও বেড়ে গেল। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। রবিবার সেখানে সংখ্যাটা ছিল ৬২৪।

আরও পড়ুন, Health: জানেন, কেন চা-কফি খেলে ঘুম চলে যায়?

পুজোর পরই কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। রবিবার কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ১৭৯ জন। অন্যদিকে, করোনার নমুনা পরীক্ষা আরও বাড়াতে কেন্দ্রের থেকে ৩০ হাজার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কিট পাঠানো হয়েছে রাজ্যে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Coronavirus updates India reports 13058 new COVID cases 164 deaths in last 24 hrs
News Source: 
Home Title: 

Coronavirus: উৎসব শেষে স্বস্তি, দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, ২৩১ দিনে সর্বনিম্ন

Coronavirus: উৎসব শেষে স্বস্তি, দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, ২৩১ দিনে সর্বনিম্ন
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No