ভক্তদের চটাতে সাহসে কুলোয়নি? আয়াপ্পার মন্দিরে পঞ্চাশের উপরে মহিলা পুলিস কর্মী মোতায়েন

Nov 05, 2018, 23:42 PM IST
1/6

সবরীমালায় মহিলা পুলিস কর্মী

SAB_6

মহিলা পুলিস কর্মী নিয়োগ বড় ব্যাপার নয়। যে ১৫ জন মহিলা পুলিস কর্মী নিয়োগ করা হয়েছে, তাঁদের সকলেরই বয়স পঞ্চাশের বেশি। 

2/6

সবরীমালায় মহিলা পুলিস কর্মী

SAB_5

মহিলা পুলিস কর্মী নিয়োগ বড় ব্যাপার নয়। যে ১৫ জন মহিলা পুলিস কর্মী নিয়োগ করা হয়েছে, তাঁদের সকলেরই বয়স পঞ্চাশের বেশি। 

3/6

সবরীমালায় মহিলা পুলিস কর্মী

SAB_4

প্রশ্ন উঠছে, লোকসভা ভোটের আগে আয়াপ্পা ভক্তদের চটাতে চাইছে না কেরলের বামপন্থী সরকার? সবরীমালার নিরাপত্তার দায়িত্বে থাকা আইজি অজিতের অবশ্য দাবি, যোগ্যতার ভিত্তিতেই পুলিস কর্মীদের এখানে মোতায়েন করা হয়েছে।

4/6

সবরীমালায় মহিলা পুলিস কর্মী

SAB_3

একইসঙ্গে অজিতের দাবি, সকল ভক্তই যাতে আয়াপ্পার দর্শন করতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে। 

5/6

সবরীমালায় মহিলা পুলিস কর্মী

SAB_2

কড়া নিরাপত্তার ঘেরাটোপে সোমবার খুলেছে আয়াপ্পার মন্দির। দুদিন মন্দিরের দ্বার ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে। 

6/6

সবরীমালায় মহিলা পুলিস কর্মী

SAB_1

গত অক্টোবরে সবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকারের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই নির্দেশের বিরোধিতায় ভক্তদের দাবি, আয়াপ্পা ব্রহ্মচারী। সুপ্রিম কোর্টের রায়ের পর মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করেও পারেননি মহিলারা।