জালে ৩ কেজির রূপোলি শস্য, দাম ১২ হাজার!

Jul 24, 2018, 16:29 PM IST
1/10

pic1

মরশুমের শুরুটা ভালো ছিল না মোটেও। জালে ইলিশ উঠলেও তাঁর মাপ ও সংখ্যা দেখে মত্স্যজীবীদের মন খারাপ হওয়াটা ছিল স্বাভাবিক। ফলে ইলিশ প্রিয় বাঙালির সাধ থাকলেও, সাধ্যে কুলায়নি...তেমনভাবে স্বাদ নেওয়া হয়নি ইলিশের।

2/10

pic2

তবে কয়েক দিন কাটতেই বদলে যায় আমূল পরিস্থিতি। আর মঙ্গলবার উলুবেড়িয়ার গঙ্গায় যে ইলিশ জালে উঠল, তা দেখে চক্ষু চড়কগাছ সকলের।

3/10

pic3

উলুবেড়িয়ার গঙ্গায় জাল ফেলে ধরা পড়েছে 'রাঘব ইলিশ'। ওজন - ৩ কেজি।

4/10

pic4

এত বড় ইলিশ সচরাচর জালে ধরা দেয় না বলেই মত মত্স্যজীবীদের। মঙ্গলবার জালে যে ইলিশ উঠল, তা দেখে অবাক সকলে।

5/10

pic5

জালে উঠেছে ৩ কেজির ইলিশ! খবর চাউর হতেই মঙ্গলবার সকালে ভিড় জমে যায় উলুবেড়িয়ার ১১ ফটক বাজারে।

6/10

pic6

ইলিশ খেতে ভালোবাসেন না এমন বাঙালি দুর্লভ! সে যতই দাম উঠুক না কেন। কিন্তু জানেন কি, বাজারে এই ৩ কেজির ইলিশের দাম কত উঠল?

7/10

pic7

ডায়মন্ডহারবারে পাইকারি বাজারে ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি নিলাম হয়েছে ৪০০-৬০০ টাকায়। ৮০০ গ্রাম থেকে ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশে ঘোরাঘুরি করেছে ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে।

8/10

pic8

কিন্তু, মঙ্গলবার উলুবেড়িয়ার গঙ্গায় যে ইলিশ ধরা পড়ল, তার দাম উঠেছে- ১২ হাজার টাকা!

9/10

pic9

ইলিশ দেখতে ক্রেতাদের মধ্যেও উত্সাহ ছিল চোখে পড়ার মতো। দেখা গেল, কেউ দর দাম করছেন কিনবেন বলে! কেউ আবার শুধু চোখেই চেখে নিচ্ছেন।

10/10

pic10

এই মরশুমে ভালো ইলিশ যদি এখনও আপনার পাতে না পড়ে থাকে, তাহলে দুঃখ করবেন না। কারণ কথায় বলে- গন্ধতেই অর্ধেক ভোজন হয়ে যায়, আর আপনি তো চাক্ষুস করলেন...