গঙ্গায় ধরা পড়ল বিশালাকার কচ্ছপ! ওজন শুনলে হাঁ হয়ে যাবেন

Dec 27, 2018, 12:50 PM IST
1/12

প্রায় চল্লিশ কেজি ওজনের কচ্ছপ ধরা পরল গঙ্গায়।

2/12

চুঁচুড়ার কাছে নদীতে ধরা পরে বিশালাকায় এই কচ্ছপটি।

3/12

চক বাজার মাছের আড়তে বিশালাকার কচ্ছপটিকে নিয়ে আসেন মত্স্যজীবীরা।

4/12

 বিশালাকার কচ্ছপটিকে দেখতে ভিড় জমে যায়।

5/12

আড়তদার স্বপন বিশ্বাস কচ্ছপটি ৬ হাজার টাকায় কিনে নেন।

6/12

বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

7/12

শেষমেশ গঙ্গার চাঁদনি ঘাটে ছেড়ে দেওয়া হয় বিশালাকার কচ্ছপটিকে।

8/12

স্থানীয় কাউসিলর ঝন্টু বিশ্বাস ও আড়তদারদের চেষ্টায় কচ্ছপটি প্রাণে রক্ষা পায়।

9/12

কচ্ছপটিকে কেউ জল শকুন, কেউ গজ কচ্ছপ বলে উল্লেখ করেন।

10/12

বন্যপ্রাণ রক্ষায় এরপর সচেতন করা হয় মৎস্যজীবীদের।

11/12

বিশালাকার এই কচ্ছপটি বিরল প্রজাতির।

12/12

বিরল প্রজাতির এই ধরনের কচ্ছপ জালে ধরা পরলে, তা বিক্রি না করে যাতে আবার জলে ছেড়ে দেওয়া হয়, সে সম্বন্ধেই সচেতন করা হয় মত্স্যজীবীদের।