লকেটের হুঁশিয়ারির জন্যই কি মহিলা রক্ষী? কী জবাব অনুব্রতর?
Dec 05, 2018, 17:23 PM IST
1/5
কমলিকা সেনগুপ্ত: বীরভূমের ডাকাবুকো নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় চারজন মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে রাজ্য সরকার। আচমকা কেন অনুব্রতর নিরাপত্তায় এহেন সিদ্ধান্ত?
2/5
অনুব্রত মণ্ডলের দাবি, সরকার দিয়েছে। কেন দিয়েছে, তা জানেন না তিনি।
photos
TRENDING NOW
3/5
বীরভূমে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর বাকযুদ্ধ সর্বজনবিদিত। লকেটকে ছোট বোনের মতো আদর করার কথা বলেছিলেন অনুব্রত, তার পাল্টা দিয়েছিলেন বিজেপি নেত্রী। তা লকেটের হুঁশিয়ারির জন্যই কি নিরাপত্তারক্ষী নিয়োগ?
4/5
অনুব্রতর জবাব,''না, আমি জানি না। সরকার দিয়েছে। আমি রেখেছি''।
5/5
বলে রাখি, অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় ৪জন নিরাপত্তারক্ষী নিয়োগ করেছে সরকার। অনেকেই মনে করছেন, বিজেপির মহিলা মোর্চা ও ভিএইচপি-র দুর্গাবাহিনীর সংগঠন আগের থেকে সক্রিয় হয়ে উঠেছে। ফলে অনুব্রতর উপরে সম্ভাব্য হামলা এড়াতে মহিলারক্ষী নিয়োগ করা হয়ে থাকতে পারে।