লোকসভার প্রার্থী ঘোষণা করে টুইট বোমা তৃণমূল সাংসদ অনুপমের

Nov 26, 2018, 21:59 PM IST
1/6

ছবি সৌজন্যে: অনুপমের টুইটার অ্যাকাউন্ট

anu_6

কমলিকা সেনগুপ্ত: বোলপুর কেন্দ্রে কে হবেন তৃণমূলের প্রার্থী? লোকসভা ভোটের এখনও কয়েক মাস বাকি, তার আগেই কেন উঠছে এহেন প্রশ্ন। বর্তমান সাংসদ অনুপম হাজরাকে কি প্রার্থী করছে না তৃণমূল? 

2/6

ছবি সৌজন্যে: অনুপমের টুইটার অ্যাকাউন্ট

anu_5

সোমবার অনুপম হাজরার একটি টুইট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। ওই টুইটে বোলপুরের সাংসদ লিখেছেন, আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে শ্রী অসিত মাল মহাশয় কে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করুন।

3/6

ছবি সৌজন্যে: অনুপমের টুইটার অ্যাকাউন্ট

anu_4

স্বভাবতই তৃণমূল সাংসদের আগেভাগে এই ঘোষণায় বিস্মিত অনেকেই। তাহলে কি তাঁকে যে আর প্রার্থী করা হচ্ছে, তার আঁচ পেয়ে গিয়েছেন অনুপম। 

4/6

অনুপমের টুইট বোমার নেপথ্যে?

anu_3

তৃণমূল সূত্রে খবর, বোলপুরের সাংসদের কাজকর্মে খুশি নয় দল। নানা সময়ে বিতর্ক বাড়িয়েছেন তিনি। ফলে এবার তাঁর প্রার্থী হওয়া নিয়ে বিস্তর সংশয় রয়েছে। একান্তই তৃণমূল নেত্রী যদি না শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। 

5/6

ছবি সৌজন্যে: অনুপমের টুইটার অ্যাকাউন্ট

anu_2

অনুপমের টুইট বোমার পরই যোগাযোগ করা হয়েছিল তৃণমূল নেতৃত্বের সঙ্গে। এব্যাপারে তাঁরা মুখ খুলতে চাননি। 

6/6

ছবি সৌজন্যে: অনুপমের টুইটার অ্যাকাউন্ট

anu_1

বিষয়টি নিয়ে উচ্চবাচ্য না করলেও নিশ্চিতভাবেই অনুপমের রাজনীতির কেরিয়ারের জন্য এই ধরনের টুইট একেবারেই অনভিপ্রেত। দলের আনুষ্ঠানিক ঘোষণার আগেই যে ভাবে প্রার্থীর নাম করে টুইট করলেন, তা দলীয় অনুশাসনের বিরোধী, মত রাজনৈতিক মহলের একাংশের।