নাগরিকপঞ্জির জের? অসমে ৫ বাঙালি যূুবককে গুলি করে খুন

Nov 01, 2018, 23:17 PM IST
1/8

অসমে বাঙালি নিধন

assam_8

দিন কয়েক আগেই অসমে শানের বাংলা গান গাওয়ায় যে বাঙালি বিদ্বেষ প্রতিফলিত হয়েছিল, তা এবার আরও ভয়ানক আকার ধারণ করল। বৃহস্পতিবার অসমের তিনসুকিয়া জেলায় ৫ যুবককে খুন করল ইউনাইটেজ লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেন্ডেন্টের জঙ্গিরা। নাগরিকপঞ্জি নিয়ে বর্তমান বিতর্কের কারণে বাঙালিদের টার্গেট করা হচ্ছে মনে করছেন অনেকে।  

2/8

অসমে বাঙালি নিধন

assam_7

 মৃতরা সকলেই বাঙালি বলে জানা গিয়েছে। তাঁদের নাম শ্যামল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ বিশ্বাস ও ধনঞ্জয় নমশূদ্র।    

3/8

অসমে বাঙালি নিধন

assam_6

জানা গিয়েছে, অসমের তিনসুকিয়া জেলার সাদিয়ায় একটি দোকানে বসেছিলেন ৬ যুবক। তখনই সেনার পোশাকে সেখানে হাজির হয় কয়েকজন বন্দুকবাজ।

4/8

অসমে বাঙালি নিধন

assam_5

এরপর যুবকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় ব্রহ্মপুত্র নদীর চড়ে। সেখানে তাঁদের বসিয়ে গুলি করা হয়। 

5/8

অসমে বাঙালি নিধন

assam_4

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত ২ জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তাঁদের মধ্যে  আর একজনের মৃত্যু হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

6/8

অসমে বাঙালি নিধন

assam_3

পুলিস ও সেনা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেছে।    

7/8

অসমে বাঙালি নিধন

assam_2

ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী তপন কুমার।

8/8

অসমে বাঙালি নিধন

assam_1

বেছে বেছে বাঙালি যুবকদের হত্যার ঘটনায় নাগরিকপঞ্জির সঙ্গে যোগ রয়েছে বলে মনে করছেন অনেকে।