হোয়াটসঅ্যাপে বড় বদল! আপনার ইচ্ছামত হবে আইকন

Mar 09, 2018, 19:20 PM IST
1/8

instant message

নিজের মনের মত হবে আপনার   হোয়াটসঅ্যাপ। এই নতুন ফিচার   আনছে এই তাত্ক্ষণিক মেসেজ   সংস্থা।

নিজের মনের মত হবে আপনার হোয়াটসঅ্যাপ। এই নতুন ফিচার আনছে এই তাত্ক্ষণিক মেসেজ সংস্থা। 

2/8

icon

নতুন অ্যান্ড্রয়েড v2.18.74   হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে থাকছে   আইকন পরিবর্তনের সুযোগ।

নতুন অ্যান্ড্রয়েড v2.18.74 হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে থাকছে আইকন পরিবর্তনের সুযোগ। 

3/8

oreo

অ্যান্ড্রয়েড ওরিও-তে 'পছন্দমত   আইকন' রাখতে পারবেন   ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ওরিও-তে 'পছন্দমত আইকন' রাখতে পারবেন ব্যবহারকারীরা। 

4/8

5 icon

পাঁচটি আইকনের বিকল্প পাচ্ছেন গ্রাহকরা। রয়েছে, গোলক, চতুর্ভুজ ও তিনটি অন্য আকারের আইকন। নিজের পছন্দমত আইকন বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।

পাঁচটি আইকনের বিকল্প পাচ্ছেন গ্রাহকরা। রয়েছে, গোলক, চতুর্ভুজ ও তিনটি অন্য আকারের আইকন। নিজের পছন্দমত আইকন বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। 

5/8

beta tester

এই ফিচারের জন্য বেটা টেস্টার করতে হবে। হোয়াটসঅ্যাপের বেটা প্রোগ্রামে নথিভূক্ত করতে পারতে হবে। অথবা অ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করতে হবে ব্যবহারকারীদের।

এই ফিচারের জন্য বেটা টেস্টার করতে হবে। হোয়াটসঅ্যাপের বেটা প্রোগ্রামে নথিভূক্ত করতে পারতে হবে। অথবা অ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করতে হবে ব্যবহারকারীদের। 

6/8

whatsapp beta update

বেটা অ্যাপে বিভিন্ন সময়ে পরীক্ষানিরীক্ষা করে হোয়াটসঅ্যাপ। তবে মূল অ্যাপে অদলবদল নাও ঘটতে পারে।

বেটা অ্যাপে বিভিন্ন সময়ে পরীক্ষানিরীক্ষা করে হোয়াটসঅ্যাপ। তবে মূল অ্যাপে অদলবদল নাও ঘটতে পারে। 

7/8

beta

বেটা ভার্সনে নিজের বার্তা নির্দিষ্ট   সময়ের জন্য রেকর্ডিং করতে পারেন   ব্যবহারকারীরা। এই ভার্সনে   স্টিকার প্যাকের সংখ্যাও বেশি।

বেটা ভার্সনে নিজের বার্তা নির্দিষ্ট সময়ের জন্য রেকর্ডিং করতে পারেন ব্যবহারকারীরা। এই ভার্সনে স্টিকার প্যাকের সংখ্যাও বেশি। 

8/8

whatsapp time

বর্তমানে হোয়াটসঅ্যাপে পোস্ট করার   ৭ মিনিটের মধ্যে কোনও বার্তা মুছে   ফেলা যায়। তবে বেটা ভার্সনে সেই   সময়সীমা ৬৮ মিনিট।

বর্তমানে হোয়াটসঅ্যাপে পোস্ট করার ৭ মিনিটের মধ্যে কোনও বার্তা মুছে ফেলা যায়। তবে বেটা ভার্সনে সেই সময়সীমা ৬৮ মিনিট।