গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু, দেখুন এক্সক্লুসিভ কিছু ছবি

Nov 16, 2018, 18:42 PM IST
1/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_1

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে আড়াইটের মধ্যে গাজা এসে পড়ে নাগাপট্টিনম ও বেদানিয়ামে।

2/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_2

ঝড়ের গতি ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। শুরু হয়েছে প্রবল বৃষ্টি।

3/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_3

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের বিবৃতি অনুযায়ী তামিলনাড়ুর ৩০০ ত্রাণ শিবিরে আশ্রয়  নিয়েছেন ৭৬,০০০ বেশি মানুষ।

4/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_4

নাগাপট্টিনম, থিরুভারুর, রামানাথাপুরম, পুডুকোটিতে বহু মানুষ ঘরছাড়া। ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নাগাপট্টিনমে। 

5/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_5

এখনও পর্যন্ত নাগাপট্টিনম ও থিরুভারুর সহ রাজ্যের বিভিন্ন অংশে মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে ৫ জন মারা গিয়েছেন দেওয়াল চাপা পড়ে। 

6/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_6

মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারপিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

7/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_7

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উপকূলবর্তি তামিলনাড়ু পার করে ক্রমশ দুর্বল হয়ে যাবে গাজা। এর প্রভাবে আগামী ৬ ঘণ্টা ঝোড়ো হাওয়া হবই তামিলনাড়ু ও অন্ধ্রে।

8/8

গাজায় বিধ্বস্ত তামিলনাড়ু

Gaja_8

দিল্লির হাওয়া অফিস তরফে শুক্রবার ভোর ৩টে ১৫ মিনিটের একটি বুলেটিনে জানানো হয়েছে, গাজার কেন্দ্রস্থলটি তামিলনাড়ুর স্থলভাগে এসে পড়লেও তার অন্য অংশটি এখনও রয়েছে সমুদ্রেই।