হলুদ দিয়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ, দেখুন সন্তোষপুর লেক পল্লীর পুজো

Oct 14, 2018, 12:23 PM IST
1/5

হলুদের মণ্ডপ

san_5

জেকে মশালার সঙ্গে যৌথ উদ্যোগে পুজোমণ্ডপ সাজিয়েছে সন্তোষপুর লেকপল্লী। হলুদ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটি।   

2/5

হলুদের মণ্ডপ

san_4

জেকে মশালার ডিরেকটর বিজয় জৈন বলেন, ''প্রায় ৪০০০ কেজি হলুদ দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেল। ৮০-৮৫ শতাংশ গোটা হলুদ ব্যবহার করা হয়েছে। বাকিটা গুড়ো হলুদ। এমনকি হলুদের প্যাকেটেও ব্যবহার করা হয়েছে''।  

3/5

হলুদের মণ্ডপ

san_3

পুজো উদ্যোক্তা শুভম চক্রবর্তীর কথায়, ''আমাদের জীবনে হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রান্না থেকে পুজো, বিবাহের মতো শুভ কাজে লাগে হলুদ। এর আগে কেউ হলুদের মণ্ডপ নির্মাণ করেনি''। 

4/5

হলুদের মণ্ডপ

san_2

মণ্ডপপ্রাঙ্গনে দেবী দুর্গার রান্নাঘর তৈরি হয়েছে।     

5/5

হলুদের মণ্ডপ

san_1

তৃতীয়া থেকেই মণ্ডপটি দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে সন্তোষপুর লেকপল্লী।