বেকারদের কর্মসংস্থানে ই-রিকশা কেনায় টাকা দিচ্ছে রাজ্য সরকার

Nov 19, 2018, 20:39 PM IST
1/7

ই-রিকশা ক্রয়ে সাহায্য

erick_7

বেকার যুবকদের রোজগারের ব্যবস্থায় অভিনব পদক্ষেপ রাজ্য সরকারের। এবার ই-রিকশা কিনলে আর্থিক সহযোগিতা পাবেন বেকার যুবকরা।

2/7

ই-রিকশা ক্রয়ে সাহায্য

erick_6

3/7

ই-রিকশা ক্রয়ে সাহায্য

erick_5

এই প্রকল্পে ই-রিকশা কিনলে ৩৭,৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন যুবকরা। 

4/7

ই-রিকশা ক্রয়ে সাহায্য

erick_4

রাজ্যজুড়ে প্রায় ১ লক্ষ বেকারকে দেওয়া হবে ই-রিকশা। 

5/7

ই-রিকশা ক্রয়ে সাহায্য

erick_3

প্রকল্পে খরচ ধরা হয়েছে ৩৭৫ কোটি টাকা।    

6/7

ই-রিকশা ক্রয়ে সাহায্য

erick_2

গতিধারা প্রকল্পের মতোই এক্ষেত্রে আর্থিক সাহায্য করা হবে। বাকি অংশটি ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হবে।

7/7

ই-রিকশা ক্রয়ে সাহায্য

erick_1

একটি ই-রিকশার দাম ১.২৫ লক্ষ টাকা। এর মধ্যে ৩০ শতাংশ অর্থাত্ ৩৭,৫০০ টাকা দেবে রাজ্য সরকার। বাকি ৫৫ শতাংশ অর্থাত্ ৬৮,৭৫০ টাকা ব্যাঙ্ক ঋণ। বাকি ১৫ শতাংশ, ১৮,৭৫০ টাকা দিতে হবে ক্রেতাকে।