পুজোর মধ্যে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা!

Oct 12, 2018, 14:16 PM IST
1/9

পুজোর আগেই একটা বাজে খবর রয়েছে! আগামী ৪৮ঘণ্টা বন্ধ থাকতে পারে  ইন্টারনেট পরিষেবা। না, শুধু রাজ্য কিংবা দেশে নয়, বিশ্ব জুড়ে ঘটবে এই বিপর্যয়।

2/9

সম্প্রতি রাশিয়া টুডেতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কি ডোমেন সার্ভারের রুটিন মেরামতের  কারণে ইন্টারনেট ব্যবহারীদের সমস্যায় পড়তে হবে।

3/9

দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই মেরামতির কাজ করবে।

4/9

ফলে ওই সময়ের মধ্যে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে

5/9

আগামী দুদিন ইন্টারনেটের সঙ্গে জড়িত  সমস্ত লেনদেনের ক্ষেত্রেও সমস্যা হবে। তাই ঘরে  নগদ টাকা রাখুন।

6/9

ইন্টারনেট পরিষেবা বন্ধও হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

7/9

ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা  ডিএনএস অর্থাত্ ডোমেন নেম সিস্টেমকে  সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে তা বদলানোর কাজ চলবে এই সময়ে।

8/9

এই পদ্ধতির ফলে হ্যাকারদের হাত থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখা  সম্ভব হবে

9/9

নেটওয়ার্ক অপারেটস  বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যদি এই অবস্থার জন্য প্রস্তুতি না নেয়, তাহলে ভুগতে হবে গ্রাহককে।