গান স্যালুটে দুর্গা বিদায়

Oct 19, 2018, 12:47 PM IST
1/5

আসানসোলের বেলরুই রায় পরিবারের ঐতিহ্যশালী দুর্গাপুজো আচার, অনুষ্ঠানে একটু ভিন্ন।

2/5

রায় পরিবারের দশমীর দিন দোলা বিসর্জনের পর চলে গুলিবর্ষণের পালা। সেই কোন কাল ব্রিটিশ আমল থেকে এই রীতি চলে আসছে।

3/5

রায় পরিবারের সদস্যরা জানান, বংশের পূর্ব পুরুষরা এইভাবে গান স্যালুটের মাধ্যমে দোলা বিসর্জন করতেন। জমিদারি প্রথা মেনে আজও স্থানীয় পুকুরে প্রতিমা বিসর্জনের পর দেবী দুর্গাকে গান স্যালুট দেওয়া হয়।

4/5

গুলি বর্ষণের বাড়ির পুরুষদের সঙ্গে অংশগ্রহণ করেন মহিলারাও। বাড়ির শিশুদেরও এই প্রশিক্ষণ দেওয়া হয়।

5/5

দশমীর পুজো শেষ হতেই এবারও রায় পরিবারের সদস্যরা নিজের নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে হাজির হন মণ্ডপে। গান স্যালুট দেখতে ভিড় জমান স্থানীয়রা।