রেলস্টেশনে মাগনার ওয়াইফাই ব্যবহারে শীর্ষে হাওড়া, দ্বিতীয় স্থানে শিয়ালদহ
Jan 10, 2019, 23:31 PM IST
1/5
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়:রেলস্টেশনে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা ব্যবহারে এগিয়ে বাংলার দুই স্টেশন। গোটা দেশের মধ্যে রেলস্টেশনের ওয়াইফাই ব্যবহারকারীদের সংখ্যায় শীর্ষে হাওড়া স্টেশন। তারপরই আছে শিয়ালদহ। তৃতীয় স্থানে নয়াদিল্লি।
2/5
ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে দেশের ৭৪৭টি রেলস্টেশনে মেলে ওয়াইফাই পরিষেবা। বাংলায় এমন স্টেশনের সংখ্যা ২৬টি।
photos
TRENDING NOW
3/5
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর- গত তিন মাসের পরিসংখ্যান বলছে, ওয়াইফাই ব্যবহারকারীর সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে হাওড়া স্টেশন। শিয়ালদহ দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে নয়াদিল্লি।
4/5
ডিসেম্বরে হাওড়া, শিয়ালদহ ও নয়াদিল্লি স্টেশনে ওয়াইফাই ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ৫,৯১,৬৬৪, ৪৬৯০৪২ ও ৪৫৩৮২২। নভেম্বর মাসে ব্যবহারকারীর সংখ্যা হাওড়া- ৫৪০১৫৮, শিয়ালদহ- ৪৩৫২৯৩, নয়াদিল্লি-৪৩০৮৬৩। অক্টোবর মাসে ব্যবহারকারীর সংখ্যা, হাওড়া- ৫৬৭১৯০, শিয়ালদহ ৪১৯১৫৫, দিল্লি ৪০৩২৫৪। ২৬টি স্টেশনে।
5/5
প্রসঙ্গত, আরও ২,০০০টি স্টেশনে ওয়াইফাই বসানোর পরিকল্পনা রয়েছে রেলের।