সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের আসন জয় ভারতের

Oct 12, 2018, 22:48 PM IST
1/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_8

রাষ্ট্রসঙ্ঘে মানবাধিকার কাউন্সিলের আসনে জয়লাভ করল ভারত। ভোটাভুটিতে সর্বাধিক ভোট পেল নরেন্দ্র মোদীর দেশ। 

2/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_7

তিন বছরের জন্য এই আসনে নির্বাচন হল ভারত। ২০১৯ সালে ১ জানুয়ারি থেকে শুরু হবে কার্যকালের মেয়াদ।

3/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_6

অতিসম্প্রতি পরিবেশ বাঁচাতে নরেন্দ্র মোদীর ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। তাঁকে চ্যাম্পিয়ন অব আর্থ পুরস্কারে সম্মানিত করেছে তারা। 

4/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_5

বলে রাখি, মানবাধিকার কাউন্সিলের আসনের জন্য ভোটাভুটি হয়েছে ১৯৩ জন সদস্যের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। 

5/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_4

এশিয়া-প্যাসিফিক শ্রেণিতে ভারত মোট ভোট পেয়েছে ১৮৮টি।

6/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_3

গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। সর্বাধিক ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়েছে ১৮ নতুন সদস্য।   

7/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_2

কাউন্সিলে নির্বাচিত হওয়ার জন্য দরকার ছিল ন্যূনতম ৯৭টি ভোট।   

8/8

রাষ্ট্রসঙ্ঘে জয়ী ভারত

un_1

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্বাচিত হওয়ার প্রত্যাশা করেছিল ভারত। এই অঞ্চল থেকে মানবাধিকার কাউন্সিলের পাঁচটি আসনের মধ্যে একটি দাবি করেছিল ভারত। ফলে জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না।