মাত্র ৯৯৯ টাকায় মিলছে জিও ফোর জি হটস্পট

Mar 21, 2018, 20:52 PM IST
1/10

jio new member

জিও পরিবারে নতুন সদস্য। দ্রুততর ইন্টারনেটের লক্ষ্যে নতুন ওয়াইফাই ডিভাইস আনল মুকেশ অম্বানির সংস্থা।

জিও পরিবারে নতুন সদস্য। দ্রুততর ইন্টারনেটের লক্ষ্যে নতুন ওয়াইফাই ডিভাইস আনল মুকেশ অম্বানির সংস্থা।

2/10

2g me 4g

ফোর জি স্মার্ট নেই, অথচ ফোর জি পরিষেবা ব্যবহার করতে চান। সেই সব গ্রাহকদের জন্যই সস্তায় ওয়াইফাই হটস্পট ডিভাইস আনল জিও। টু জি-ফোর জি স্মার্টফোনে এবার ফোর জি-র স্পিড মিলবে।

ফোর জি স্মার্ট নেই, অথচ ফোর জি পরিষেবা ব্যবহার করতে চান। সেই সব গ্রাহকদের জন্যই সস্তায় ওয়াইফাই হটস্পট ডিভাইস আনল জিও। টু জি-ফোর জি স্মার্টফোনে এবার ফোর জি-র স্পিড মিলবে।     

3/10

flipkart

জিওওফাই ফোর জি এলটিই হটস্পট ডিভাইস বাজারে এনেছে রিলায়্যান্স জিও। ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি। দাম মাত্র ৯৯৯টাকা।

জিওওফাই ফোর জি এলটিই হটস্পট ডিভাইসটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। দাম মাত্র ৯৯৯টাকা।

4/10

uploading

১৫০ পর্যন্ত এমবিপিএস ডাউনলোড স্পিড ও ৫০ এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড মিলবে এই ডিভাইসে।

১৫০ পর্যন্ত এমবিপিএস ডাউনলোড স্পিড ও ৫০ এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড মিলবে এই ডিভাইসে। 

5/10

jiofi round

জিওফাই ডিম্বাকৃতি আকারের ছিল। তবে এই নতুন ডিভাইসটি গোলাকার। ব্যাটারি, ফোর জি ও ওয়াইফাইয়ের নোটিফিকেশন আলো রয়েছে। ডিজাইন করা হয়েছে ভারতেই।

জিওফাই ডিম্বাকৃতি আকারের ছিল। তবে এই নতুন ডিভাইসটি গোলাকার। ব্যাটারি, ফোর জি ও ওয়াইফাইয়ের নোটিফিকেশন আলো রয়েছে। ডিজাইন করা হয়েছে ভারতেই।  

6/10

32 users

৩২ জন এই ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর মধ্যে ৩১ জন ওয়াইফাই এবং ১ জন ইউএসবির মাধ্যমে।

এই ডিভাইসের মাধ্যমে একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন ব্যবহারকারী। এর মধ্যে ৩১ জন ওয়াইফাই এবং ১ জন ইউএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

7/10

smartphone 4g

স্মার্টফোনে জিও অ্যাপের মাধ্যমে ফোর জি ভয়েস ও ভিডিও কল করতে পারবেন ব্যবহারকারীরা।

স্মার্টফোনে জিও অ্যাপের মাধ্যমে ফোর জি ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন ব্যবহারকারীরা। 

8/10

micro sd

রয়েছে মাইক্রো এসডি কার্ডও। ৬৪ জিবি পর্যন্ত মেমারি মিলবে।

রয়েছে মাইক্রো এসডি কার্ডও। ৬৪ জিবি পর্যন্ত মেমারি।   

9/10

battery

৩০০০ এমএএইচ ব্যাটারি থাকায় চার্জ থাকবে সাড়ে তিন ঘণ্টা।

৩০০০ এমএএইচ ব্যাটারি থাকায় চার্জ থাকবে সাড়ে তিন ঘণ্টা।

10/10

rech

জিওফাইতে ১৯৯৯ টাকায় রিচার্জ করালে বিনামূল্যে ডেটা ও ৩৫৯৫ টাকা মূল্যের ভাউচার পাবেন গ্রাহকরা।

জিওফাইতে ১৯৯৯ টাকায় রিচার্জ করালে বিনামূল্যে ডেটা ও ৩৫৯৫ টাকা মূল্যের ভাউচার পাবেন গ্রাহকরা।