মেট্রো না তদারকির অভাব- মাঝেরহাট বিপর্যয়ে তদন্ত রিপোর্ট পেশ শুক্রবার

Sep 13, 2018, 22:50 PM IST
1/5

মাঝেরহাট বিপর্যয়ের তদন্ত

majherhat_5

মাঝেরহাট ব্রিজ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট দেবেন মুখ্যসচিব। 

2/5

মাঝেরহাট বিপর্যয়ের তদন্ত

majherhat_4

সেতু বিপর্যয়ের পরেই মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত হয় একটি কমিটি। ইতিমধ্যেই কমিটির সদস্যরা  মুখ্যসচিবকে তাদের রিপোর্ট দিয়েছেন। 

3/5

মাঝেরহাট বিপর্যয়ের তদন্ত

majherhat_3

নবান্ন সূত্রে খবর, রিপোর্টে মেট্রো রেলের কাজের জন্য ব্রিজের ক্ষতি হয়েছে এমন উল্লেখ রয়েছে।এছাড়াও ব্রিজের রক্ষণাবেক্ষণেও গাফিলতি ছিল বলে রিপোর্টে বলা হয়েছে।

4/5

মাঝেরহাট বিপর্যয়ের তদন্ত

majherhat_2

মেট্রোর কাজ চলার জন্য ব্রিজের ক্ষতি হচ্ছে কি না, তা দেখার প্রয়োজন থাকলেও খতিয়ে দেখা হয়নি। সেতুর গার্ডার দুর্বল হয়ে পড়েছিল। রিপোর্টে এইসব ত্রুটির কথা উল্লেখ রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। 

5/5

মাঝেরহাট বিপর্যয়ের তদন্ত

majherhat_1

সেতু বিপর্যয়ের জেরে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করেন মুখ্যসচিব। মাঝেরহাট বিপর্যয় নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়। পূর্ব রেলের জিএম হরিন্দ্র রাও মুখ্যসচিবকে জানান, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি পাঠানো হবে রাজ্যে।